বড় খবরঃ হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

বাংলা হান্ট ডেস্কঃ AIIMS থেকে ছুটি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। মঙ্গলবার ওনার পরীক্ষা করার পর ওনাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতালের ডাক্তাররা।

আপনাদের জানিয়ে দিই, নতুন ওষুধ নেওয়ার পর ওনার হালকা জ্বর আসে আর ওনাকে রবিবার সন্ধে বেলায় দিল্লীর এইমসে ভর্তি করানো হয়। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সুত্র জানান যে, সোমবার ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আর নতুন করে ওনার জ্বর আসেনি।

উনি জানিয়েছিলেন, মনমোহন সিং এর অনেক রকম পরীক্ষা করানো হয়েছিল। গতকাল পর্যন্ত সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে এসেছিল না। ওনার কোভিড-১৯ এর পরীক্ষাও করানো হয়, আর সেই রিপোর্ট নেগেটিভ আসে।

সুত্র থেকে জানা যায় যে, ‘করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষার জন্য ওনার স্যাম্পেল নেওয়া হয়েছিল, যেটার রিপোর্ট নেগেটিভ এসেছে।” AIIMS এর সুত্র থেকে জানা যায় যে, নতুন একটি ওষুধ নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হয় আর এরপর ওনার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার জন্য আর পরীক্ষার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মনমোহন সিং কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা আর উনি আপাতত রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত উনি দেশে প্রধানমন্ত্রী রুপে দেশ সেবা করেছেন। ২০০৯ সালে AIIMS এই ওনার করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। মনমোহন সিং হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওনেই নেতাই ওনার স্বাস্থ নিয়ে চিন্তা জাহির করেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর