বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন যে, মানুষ কংগ্রেসের ভাল কাজ মনে রাখছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা মনমোহন সিং বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের উপর তীব্র আক্রমণ করে বলেন, সাত বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বিজেপি এখনও জনগণের সমস্যার জন্য প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করছে।
পাঞ্জাবি ভাষায় একটি ভিডিও বার্তা জারি করে মনমোহন সিং বলেন, একদিকে মানুষ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সমস্যায় ভুগছে, অন্যদিকে নিজেদের ভুল স্বীকার করে সংশোধন না করে সাড়ে সাত বছর ক্ষমতায় থাকা বর্তমান সরকার এখনও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দোষারোপ করছে।
পাঞ্জাব নির্বাচনের ঠিক আগে প্রাক্তন প্রধানমন্ত্রী কৃষকদের আন্দোলন, বিদেশ নীতি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সহ অনেক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন যে, কংগ্রেস কখনই রাজনৈতিক লাভের জন্য দেশকে বিভক্ত করেনি এবং সত্য গোপন করেনি।
মনমোহন সিং বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক নীতির কিছুই বোঝে না। বিষয়টি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। পররাষ্ট্রনীতিতেও এই সরকার ব্যর্থ হয়েছে। চীন আমাদের সীমান্তে বসে আছে এবং সরকার সেই ঘটনাকে দমনের চেষ্টা চালাচ্ছে।
They (BJP-led govt) have no understanding of economic policy. The issue is not limited to the nation. This govt has also failed on foreign policy. China is sitting at our border & efforts are being made to suppress it: Former PM & Congress leader Manmohan Singh pic.twitter.com/yBd9oZcRXQ
— ANI (@ANI) February 17, 2022
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতিবিদদের আলিঙ্গন করা, বা আমন্ত্রণ ছাড়া বিরিয়ানি খাওয়ায় সম্পর্কের উন্নতি হয় না। বিজেপি সরকারের জাতীয়তাবাদ ব্রিটিশদের ভাগ করুন এবং শাসন করুন নীতির উপর ভিত্তি করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়ছে।
People are remembering our (Congress) good work. They (BJP) tried to dishonour Punjab CM&people of the state over PM Modi's security issue. Rich people are getting richer while the poor people are getting poorer: Former PM & Congress leader Manmohan Singh #PunjabAssemblyelection pic.twitter.com/ub8hYK9qn3
— ANI (@ANI) February 17, 2022
তিনি বলেছেন যে, কয়েকদিন আগে পাঞ্জাব সফরের সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার নামে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং রাজ্যের জনগণকে হেয় করার চেষ্টা করা হয়েছিল। এমনকি কৃষক আন্দোলনের সময়ও পাঞ্জাব ও পাঞ্জাবিয়ানাকে হেয় করার চেষ্টা করা হয়েছিল। মনমোহন সিং বলেছেন যে, বিশ্ব পাঞ্জাবিদের সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগকে স্যালুট করে। কিন্তু এনডিএ সরকার এসব নিয়ে কথা বলেনা। তিনি বলেন, পাঞ্জাবে বসবাসকারী একজন সত্যিকারের ভারতীয় হিসাবে এই সমস্ত বিষয় আমাকে অনেক কষ্ট দিয়েছে।