বাংলা হান্ট ডেস্ক: চিকিৎসাক্ষেত্রে এক অভিনব পন্থা মিউজিক থেরাপি কথা আমরা আগেই শুনেছি।তবে এখানে ঘটনা একটু অন্যরকম।অস্ত্রোপচারে গান সাহায্য করতে পারে! এমনটা কিন্তু ঘটেছে, তাও ইংল্যান্ড আমেরিকা নয়, খোদ কলকাতার বুকে। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে।
প্রসঙ্গত বছর ৫০এর মৌসুমি গোস্বামীর স্তন ক্যানসারের জন্য অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। স্বামীর মৃত্যুর পর থেকেই ট্রমার শিকার মৌসুমিদেবী অস্ত্রোপচার করাতে ভয় পাচ্ছিলেন। তিনি চিকিৎসকদের ‘জেনারেল অ্যানাস্থেশিয়া’ করার কথাও বলেন।কিন্তু মৌসুমিদেবীর উচ্চ রক্তচাপ, থাইরয়েড এবং স্থূলতার সমস্যা থাকায় শল্য চিকিৎসকরা তা করতে নারাজ ছিলেন।
তবে জানা যায় মৌসুমি গান গাইতে খুবই ভালবাসেন এবং তার ডিগ্ৰীও রয়েছে। এটা আগেই জানতেন চিকিৎসক অর্ণব গুপ্ত। পরিস্থিতি সহজ করতে তিনি মৌসুমিকে গান গাইতে অনুরোধ করেন। প্রথমে রাজি না হলেও গান ধরেন রোগী। প্রায় সঙ্গে সঙ্গেই গলা মেলান ড. অর্ণব গুপ্ত। মৌসুমিদেবীর ভয় এবং নার্ভাসনেস কেটে যেতে থাকে অচিরেই শুরু হয় অস্ত্রোপচার। মৌসুমিদেবী এবং অর্ণববাবু একসঙ্গে গাইতে থাকেন মান্না দে’র বিখ্যাত গান, ‘যদি কাগজে লেখ নাম’।ক্রমেই পরিবেশ হয়ে যায় মান্নাময়। কিছুক্ষণ পর রোগী ভুলেই যান তাঁর শরীরে ছুরি-কাচি চলছে। যেন মঞ্চে হচ্ছে অনুষ্ঠান।