তাঁর গান শুনেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী! কোন ছবি দিয়ে সঙ্গীত কেরিয়ার শুরু হয় মান্না দে-র?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের উদয় হয়েছে। লতা মঙ্গেশকর, মহম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোঁসলের মতো সঙ্গীতশিল্পীরা (Manna Dey) তাঁদের প্রতিভা দিয়ে রত্নভাণ্ডার করে তুলেছেন ভারতীয় সঙ্গীতকে। তবে এঁদের মধ্যে থেকেও আলাদা ভাবে নজর কেড়ে নিয়েছিলেন এক বিশেষ ব্যক্তিত্ব, যাঁর কণ্ঠের জাদুতে শুধু আপামর ভারতবাসী নয়, মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থ শিল্পীরাও। তিনি শ্রদ্ধেয় মান্না দে (Manna Dey)। অর্ধ শতকেরও বেশি লম্বা সঙ্গীত কেরিয়ারে হাজারের উপর গান গেয়েছেন তিনি। তার মধ্যে অধিকাংশ গান পেয়েছে ‘ক্লাসিক’ তকমা।

মান্না দে-র (Manna Dey) কেরিয়ারের শুরু কীভাবে?

মান্না দে-র (Manna Dey) কণ্ঠের জাদু এমনি ছিল যে যেকোনো ধরণের গানেই তিনি কামাল করে দিতেন। বাংলা থেকে হিন্দি সব ভাষাতেই তাঁর গান মুগ্ধ করেছে শ্রোতাদের। কিন্তু সঙ্গীত কেরিয়ারের সূচনা কীভাবে হল মান্না দে-র? তাঁর প্রথম প্লেব্যাক কোন গান ছিল জানেন? এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অজানা ইতিহাস।

Manna dey song heard mahatma gandhi

প্রথম পছন্দ ছিলেন না মান্না দে: মান্না দে-র (Manna Dey) গানের কেরিয়ার শুরু হয় ‘রাম রাজ্য’ ছবি দিয়ে। সেটা ১৯৪৩ সাল। তবে মান্না দে কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। জানা যায়, ছবির প্রযোজক বিজয় ভাট এবং সুরকার শঙ্কর রাও ব্যাস প্রথমে কে সি দে কে প্রস্তাব দিয়েছিলেন গান গাওয়ার জন্য। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। তখনই তাঁদের চোখ পড়ে মান্না দে (Manna Dey) এর উপরে, যিনি ঘরের এক কোণে বসেছিলেন। তাঁকে দেওয়া হয় গান গাওয়ার প্রস্তাব।

আরো পড়ুন : আর মাত্র ১০ বছর সময়, ‘জীবনকে বিশ্বাস নেই’, এ কী বললেন আমির!

এই ছবি দেখেছিলেন মহাত্মা গান্ধী: মান্না দে-র প্রথম প্লেব্যাক রাম রাজ্য ছবির ‘গয়ি তু গয়ি সীতা সতী’। জানলে অবাক হবেন, রাম রাজ্য একমাত্র ছবি যা মহাত্মা গান্ধী দেখেছিলেন। তাঁর মৃত্যু হয় ১৯৪৮ সালে। জানা যায়, মহম্মদ রফি একবার বলেছিলেন, সারা ভারত হয়তো তাঁর গান শোনেন। কিন্তু তিনি মান্না দে-র (Manna Dey) গান শোনেন। এমনকি মান্না দে-র কণ্ঠে ‘কসমে ওয়াদে’ গানটি চোখের জল আটকাতে পারেননি স্বয়ং লতা মঙ্গেশকরও।

আরো পড়ুন : পাকিস্তানের ফুটপাত থেকে লন্ডনে ক্যাফে! ভাইরাল চা ওয়ালার সাফল্যের কাহিনি হার মানাবে সিনেমাকেও

কিন্তু ইন্ডাস্ট্রিতে যথাযোগ্য সম্মান পাননি মান্না দে। কিশোর কুমার, মহম্মদ রফির মতো গায়করা নায়কদের কণ্ঠ হয়ে উঠেছিলেন। কিন্তু অত্যন্ত প্রতিভাবান হওয়া সত্ত্বেও, সব ধরণের গান গাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাঁদের সমতুল্য কদর পাননি মান্না দে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর