খারাপ হলেও বক্স অফিসে ১০০০ কোটি পেরোলেই ছবি হিট, নাম না করে সাউথকে ঠুকলেন মনোজ বাজপেয়ী

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের মন জয় করার জন‍্য হ‍্যান্ডসাম লুকস নয়, দরকার অভিনয় দক্ষতা, পদে পদে সেটা প্রমাণ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। গ‍্যাংস অফ ওয়াসেপুর, ফ‍্যামিলি ম‍্যানের দুটো সিজনে মনোজকে দেখে মুগ্ধ হয়েছে দর্শকরা। তবে বক্স অফিসে লক্ষ্মীলাভ তেমন করতে পারেনি তাঁর ছবিগুলো।

কিন্তু মনোজের মতে, টাকাটাই সব নয়। ছবির গুণগত মানটাও দেখার মতো বিষয়। অথচ এখন হিট ছবির বিচার হচ্ছে কোন ছবি কত কোটি টাকার ব‍্যবসা করতে পারল তা নিয়ে। যে যত বেশি কামাবে সেই ছবি সুপারহিট, ব্লকবাস্টার হিটের তকমা পাচ্ছে।

Manoj Bajpayee 1200by667
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “কেউ ছফিটা নিয়ে বা ছবিটা কেমন হয়েছে তা নিয়ে কথা বলছে না। কেউ ছবিটা নিয়ে আলোচনা করতে চায় না, কে কেমন অভিনয় ক‍রল, ছবি তৈরির নেপথ‍্যের কলাকুশলীদের অবদানের কথা কেউ বলে না।”

এরপরেই মনোজের বিষ্ফোরক বক্তব‍্য, “আমরা সবাই ১০০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি তে আটকে। আর এই ঝগড়া বেশ কয়েক বছর ধরে চলছে। আমার মনে হয় না এটা থামবে বলে।” এখানেই শেষ নয়। হাসতে হাসতেই মনোজের কটাক্ষ, এখন মূলধারার ছবি নির্মাতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হচ্ছে, ‘আপনাদের ছবি চলছে না কেন?’

মনোজ বলেন, এসব প্রতিযোগিতার মাঝে পড়ে তাঁর মতো অভিনেতাদের ক্ষতি হচ্ছে। কারণ তাঁর অভিনীত ছবি আগেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিয়ে সমস‍্যা ছিল। আর এখন ১০০০ কোটির ইঁদুর দৌড়ের চক্করে আরোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

তবে OTT প্ল‍্যাটফর্মের ঢালাও প্রশংসা করেছেন মনোজ। তাঁর কথায়, “আমার মতো অভিনেতাদের কাছে এটা আশীর্বাদস্বরূপ। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাদের জন‍্য এটা আশীর্বাদ হয়ে এসেছে। এটা দেখেও ভাল লাগে যে দর্শকরা OTT তেই ব‍্যস্ত আর কত ভাল ভাল কাজও হচ্ছে।”

সাম্প্রতিক কালে দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিগুলিই পরপর বক্স অফিসে খেল দেখাচ্ছে। ৫০০ কোটি, ১০০০ কোটি ছাড়াচ্ছে তাদের ব‍্যবসা। এদিকে বলিউডি ছবিদের ভাঁড়ে মা ভবানী। এর মাঝেই মনোজ বাজপেয়ীর কথায় ছড়িয়েছে নতুন বিতর্ক।

Niranjana Nag

সম্পর্কিত খবর