মাধ্যমিক পেয়েছিলেন দ্বিতীয় বিভাগ, এমনকি উচ্চ মাধ্যমিকেও যথারীতি ফেল, তবে বর্তমানে এই আইপিএস অফিসার হলেন মনোজ কুমার শর্মা

 

বাংলা হান্ট ডেস্ক :- ক্লাস 12 এর পরীক্ষা তে ফেল করলেও কখনোই আই পি এস পরীক্ষা উত্তীর্ণ হওয়াতে বাঁধা হয়ে দাঁড়ায়নি তাঁর এই ফলাফল। ঘটনাটি হল মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনার মনোজ শর্মা কে নিয়ে। যিনি বর্তমানে একজন আইপিএস অফিসার।

 

মনোজ শর্মা র স্কুল জীবনের প্রাথমিক ব্যর্থতা ও খুব সাধারণ ভাবে পাশ করার ঘটনা সমূহ নিয়ে তাঁর বন্ধু ডেপুটি কমিশনার অনুরাগ পাঠক পরের সপ্তাহে ’12th fail’ নামে একটি বই প্রকাশ করতে চলেছেন।

39c08 img 20190522 wa0008

তিনি বলেন, “স্কুল জীবনে কোনোদিন ভালো নম্বর পেয়েছি বলে আমার মনে পরেনা। একটি স্কুল জীবনের পরীক্ষার ফলাফল কোনদিন অদূর ভবিষ্যতের মাপকাঠি বাতলে দিতে পারে না”।

’12 th Fail’ বইয়ের লেখক অনুরাগ পাঠক বলেন, এই বইটি লিখে প্রকাশ করার পিছনে একটাই উদ্দেশ্য, যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষার ফলাফল নিয়ে ভীতি প্রকাশ করে তাঁদের ভয় কাটানোর জন্য। তিনি বলেন “যদিও মনোজই আমার গল্পের মুখ্য চরিত্র। তবুও আমি এমন কয়েকজনের নাম এখানে উল্লেখ করেছি যারা পড়াশোনা বা ক্লাসে ভালো ফলাফল না করতে পারলেও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাঁরা”।


সম্পর্কিত খবর