দূরত্ব বেড়েছে সম্পর্কে, ‘দাম্পত‍্য ভাল নেই’, নিজেই জানালেন মানসী সেনগুপ্ত!

   

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে বিচ্ছেদের ঘনঘটা লেগেই রয়েছে টলিপাড়ায়। গত বছর একাধিক তারকার বিয়ে ভাঙার খবর মিলেছে। চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের খবর দিয়েছেন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী। এবার তালিকায় সম্ভবত জুড়তে চলেছে আরো একটি নাম, মানসী সেনগুপ্ত (Manoshi Sengupta)।

জি বাংলার ‘উমা’তে প্রথম দেখা গেলেও কিছুদিন অভিনয় করেই সিরিয়াল ছেড়ে দেন তিনি। মুম্বইয়ে আরো ভাল সুযোগ পাওয়ায় কলকাতা ছেড়েছেন মানসী। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘মোসে ছল কিয়ে যায়’ এবং ‘বান্নি চাও হোম ডেলিভারি’ দু দুটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

IMG 20220324 211918
নিজের দুই বোনকে সঙ্গে নিয়েই কলকাতা ছেড়েছেন মানসী। তবে সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেছিলেন তিনি। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ‍্যোপাধ‍্যায়কে অভিনেত্রী জানান, স্বামী অভিজিৎকে একটুও মিস করেন না তিনি।

পরে সংবাদ মাধ‍্যমের কাছেও মানসী বলেন, তিনি ও তাঁর স্বামী দুজনেই আলাদা থাকছেন। কিন্তু একে অপরের প্রতি টানটা আর নেই। মানসী মুম্বইতে, আর তাঁর স্বামী কলকাতায়। দুজনের পারস্পরিক দূরত্বই তাঁদের দাম্পত‍্যে প্রভাব ফেলছে বলে জানান অভিনেত্রী। এমনকি তাঁরা বিবাহ বিচ্ছেদের কথা ভাবছেন বলেও জানিয়েছেন মানসী।

আসলে কলকাতার মেয়ে হলেও মানসীর কর্মক্ষেত্র এখন মুম্বই। সেখানেই দুটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। কাজ ছেড়ে মুম্বই আসা তাঁর পক্ষে সম্ভব নয়। এদিকে স্বামী অভিজিৎও কলকাতা ছাড়তে রাজি নন। এই দূরত্ব আদো মিটবে কিনা তা জানেন না মানসীও।

জি বাংলার সিরিয়াল ‘উমা’তে ইশিতা অর্থাৎ অভিমন‍্যুর বৌদির চরিত্রে অভিনয় করছিলেন মানসী। একেবারেই ইতিবাচক ছিল চরিত্রটি। স্বাধীনচেতা, মিষ্টি মেয়ে ইশিতার চরিত্রে বেশ মানিয়ে গিয়েছিল মানসীকে। কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই সেই সিরিয়াল ছেড়ে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি জমান মানসী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর