বাংলাহান্ট ডেস্ক : সদস্য বাড়তে চলেছে টেলিপাড়ায়। দ্বিতীয় বার মা হবেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। কাজকর্ম থেকে বিরতি নিয়ে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় দিন কাটছে তাঁর। সম্প্রতি সাত মাসের সাধও খেয়েছেন পর্দার ‘মৌমিতা’। আর সেই ভিডিও ভাইরাল হতেই কটুক্তির শিকার অভিনেত্রী।
মা হতে চলেছেন মানসী (Manosi Sengupta)
সম্প্রতি শহরের এক নামী রেস্তোরাঁয় বসেছিল মানসীর (Manosi Sengupta) সাধের অনুষ্ঠান। সিরিয়ালে তাঁর খলনায়িকার চরিত্র অনেকেরই রাগের কারণ। কিন্তু বাস্তবে সহকর্মীদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক মানসীর। সেদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়, পল্লবী শর্মাও। এদিন নিজেই গাড়ি চালিয়ে সাধের অনুষ্ঠানে আসেন মানসী (Manosi Sengupta)। সাধের মেনুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, তরকারি, মাছ, মাটন, চিংড়ি, মিষ্টি, দই, পায়েস সবকিছুই।
ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী: এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েন মানসী (Manosi Sengupta)। তাঁর মা, বোন, সহকর্মীরা সবাই এলেও শ্বশুর বাড়ির কেউ এলেন না কেন? বিশেষ করে অনেকেরই প্রশ্ন ছিল, অভিনেত্রীর স্বামী কোথায়? কেন তাঁকে ক্যামেরার সামনে আনেন না তিনি? এমনকি ভাবী সন্তানকে নিয়েও কুরুচিকর কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। ওঠে তাঁর চরিত্র নিয়ে প্রশ্নও।
আরও পড়ুন : দশক পেরিয়েও উজ্জ্বল ‘জল নূপুর’, অপরাজিতার ‘পারি পাগলী’ই অনুপ্রেরণা এই নায়িকার
কী উত্তর দিলেন মৌমিতা: এবার এর জবাব দিয়েছেন মানসী (Manosi Sengupta)। টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর শ্বশুর বাড়ির দিকে প্রায় কেউই নেই। শ্বশুর শাশুড়ি অনেকদিন আগেই মারা গিয়েছেন। স্বামীকেও এদিন ডাকেননি তিনি। তবে বাড়িতে যেদিন সাধের অনুষ্ঠান হবে সেদিন তিনি থাকবেন। তাছাড়া তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বলেও জানান পর্দার মৌমিতা।
আরও পড়ুন : মুখ দেখাদেখি বন্ধ নায়ক নায়িকার, দু বছর পর হিরো বদলে যাচ্ছে জি এর সিরিয়ালে!
তবে আরো একটা কথা এদিন স্বীকার করেন অভিনেত্রী। মানসী (Manosi Sengupta) বলেন, একটা কথা বলতে তাঁর আপত্তি নেই। তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। মেয়ের মুখের দিকে তাকিয়ে তাঁরা মিটমাট করে নিয়েছেন। এখন যদিও কোনো সমস্যা নেই তাঁদের মধ্যে, তবুও সোশ্যাল মিডিয়ায় স্বামীর ছবি শেয়ার করতে ঠিক স্বাচ্ছন্দ্য নন বলেই জানান মানসী।