বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল বিষয় হল লাইভ ভিডিও। বিভিন্ন বিষয়ের ওপর লাইভ ভিডিও করে মানুষ। রীতিমতো ভাইরাল হয় সেই সব ভিডিও। সারা বিশ্বে অনেকদিনই নানা রকম স্টান্ট হয়। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি জ্বলন্ত লাভার ওপর দিয়ে একটি দড়ি ধরে হেঁটে চলেছেন। মার্কিন এক ব্যক্তি নিক ওয়ালেন্ডা করে দেখিয়েছেন এই দুঃসাহসিক কাজ।
নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরি সক্রিয়। সেই আগ্নেয়গিরির ফুটন্ত লাভার ওপর দিয়েই হেঁটে গেলেন নিক। তাও আবার শুধুমাত্র একটি দড়ির ওপর দিয়ে। আগ্নেয়গিরির মাথায় লাভাহ্রদ, মাসায়াও এমনই একটি হ্রদ ৷ দক্ষিণ আমেরিকার নিকারাগুয়ার থেকে ২০ কিলোমিটার দূরে ৬৩৫ মিটার উচ্চতায় রয়েছে এই হ্রদ। আগ্নেয়গিরি থেকে ফুটন্ত লাভা ছাড়াও নিঃসরণ হচ্ছে বিষাক্ত গ্যাসের।
What would you be thinking if you were in Nik's shoes right now? #VolcanoLivewithNikWallenda pic.twitter.com/uXFQH2ujWD
— Nik Wallenda (@NikWallenda) March 5, 2020
সমস্ত রকম সতর্কতা মেনেই এই স্টান্ট করেছেন তিনি। মুখে ছিল মুখোশ, পোশাকের সঙ্গে হুক দিয়ে বাঁধা ছিল দড়ি। যাতে পা পিছলে পড়ে গেলেও কোনও বিপদ না হয়। কিন্তু শেষ পর্যন্ত তার দরকার পড়েনি। সন্ধ্যা ৮:২০ মিনিটে দড়ির ওপর দিয়ে হাঁটতে শুরু করেন। ৩১ মিনিট পর অপর প্রান্তে পৌঁছান তিনি। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা