পথ দুর্ঘটনায় সব শেষ….বড়সড় বিপর্যয়ের সম্মুখীন মনু ভাকের, খেলরত্ন পুরস্কারের আনন্দ বদলে গেল বিষাদে

বাংলা হান্ট ডেস্ক: অলিম্পিকে পদক জয়ী মনু ভাকের (Manu Bhaker) সম্প্রতি খেলরত্ন পুরস্কার পেয়েছেন। কিন্তু, এই সুখের আবহেই তাঁর পরিবারে আচমকাই নেমে এল শোকের ছায়া। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিবার সকালে চরখি দাদরিতে একটি পথ দুর্ঘটনায় তাঁর দিদা এবং মামা প্রাণ হারিয়েছেন। একটি দ্রুতগামী ব্রেজা গাড়ি তাঁর মামার স্কুটারে ধাক্কা মারে। ওই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তারপরেই ওই গাড়ির চালক পলাতক। পুলিশ তাকে খুঁজছে।

কাছের মানুষদের হারালেন মনু ভাকের (Manu Bhaker):

তাঁর মামা ডিউটিতে যাচ্ছিলেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিবার সকালে, মনুর (Manu Bhaker) মামা যুধবীর তাঁর মা সাবিত্রীর সাথে একটি স্কুতারেই চেপে যাচ্ছিলেন। যুধবীর হরিয়াণা রোডওয়েজের ড্রাইভার ছিলেন। সেই সময়ে তিনি ডিউটিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

Manu Bhaker faced a major disaster.

এদিকে, লোহারু চকে ছোট ছেলের বাড়িতে যাচ্ছিলেন সাবিত্রী। মহেন্দ্রগড় বাইপাস রোডে কালিয়ানা মোড়ের কাছে, একটি দ্রুতগামী ব্রেজা গাড়ি ভুল দিক থেকে এসে তাঁদের স্কুটারকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: প্রথমে হুমকি, পরে বন্ধুত্ব! পালটি খেয়ে এবার চিনের প্রতি অনুরাগ ট্রাম্পের, চাপে পড়বে ভারত?

ওই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে স্কুটারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই যুধবীর (৫০ বছর) এবং সাবিত্রী (৬৫ বছর) দু’জনেই মারা যান। ব্রেজা গাড়িটিও রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মামলা দায়ের করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য যে, যুধবীর ও সাবিত্রী ছিলেন ভিওয়ানি জেলার কালালি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: অদম্য জেদেই হল বাজিমাত! UPSC-তে প্রথম প্রচেষ্টায় IPS, ফের পরীক্ষা দিয়ে হলেন IAS, নজির গড়লেন গরিমা

ইতিহাস সৃষ্টি করেছেন মনু: জানিয়ে রাখি যে, ২০২৪-এর প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের (Manu Bhaker)। স্বাধীনতার পর তিনি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিকের একই সংস্করণে দু’টি পদক জিতেছিলেন। তিনি ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জেতেন। মনু ভারতের প্রথম মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে পদক হাসিল করেছেন। তারপরেই, তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোত সিংয়ের সাথে জুটি বেঁধে ব্রোঞ্জ পদক জিতে নেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর