খেলরত্ন পুরস্কারের তালিকায় গায়েব মনু ভাকেরের নাম! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পরিবারের সদস্যরা

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দু’টি পদক জিতে ইতিহাস গড়েন মনু ভাকের (Manu Bhaker)। তারপর থেকেই রীতিমতো লাইমলাইটে রয়েছেন তিনি। কিন্তু, এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, খেলরত্ন পুরস্কারের তালিকাতে নাম নেই মনু ভাকেরের। ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত এবং প্যারাঅ্যাথলিট প্রবীণ কুমারের নাম খেলরত্ন পুরস্কারের তালিকায় থাকলেও শুটিং তারকা মনু ভাকেরের নাম না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে মনু ভাকেরের পরিবারও ক্ষুব্ধ হয়েছে। মনুর বাবা এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন।

খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম নেই মনুর (Manu Bhaker):

“মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার”-এর জন্য মনোনীত হননি মনু: জানিয়ে রাখি যে, “মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার” ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এই সম্মানের জন্য হরমনপ্রীত সিং এবং প্যারাঅ্যাথলিট প্রবীণ কুমারের নাম সুপারিশ করা হয়েছে। তবে, মনুর (Manu Bhaker) নাম উপস্থাপিত হয়নি। এর ফলেই শুরু হয়েছে বিতর্ক। এদিকে, জানা গিয়েছে যে, খেলোয়াড়দের ক্রীড়া সম্মানের জন্য আবেদন করতে হয়। এমতাবস্থায়, ক্রীড়া মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন মনু এজন্য আবেদন করেননি। যদিও, মনুর পরিবার এই দাবি নাকচ করে দিয়েছে।

Manu Bhaker name is missing from the Khel Ratna award list.

কি জানিয়েছেন মনুর বাবা: পুরো বিষয়টির প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মনুর (Manu Bhaker) বাবা রামকিশান ভাকের। তিনি জানান, মনু আবেদন করলেও কমিটি কোনও উত্তর দেয়নি। স্পোর্টস তককে তিনি বলেছেন “আপনাকে যদি পুরস্কারের জন্য ভিক্ষা করতে হয়, তাহলে একই অলিম্পিকে দু’টি পদক জিতে কি লাভ? একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির সদস্যরা নীরব। কোনও মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না।”

আরও পড়ুন: এবার নজর আকাশে! ৪০০ কোটি টাকা দিয়ে এই কোম্পানি কেনার পথে আদানি

মনুর (Manu Bhaker) বাবা আরও বলেন, “আপনার কি ক্রীড়াবিদদের এভাবে উৎসাহ দিচ্ছেন? আমরা পুরস্কারের জন্য আবেদন করেছিলাম, কিন্তু কমিটির কাছ থেকে কোনও সাড়া পাইনি। অভিভাবকরা কেন তাঁদের সন্তানদের খেলার জন্য উৎসাহিত করছেন? বরং, তাঁদের সরকারে IRS অফিসার হতে অনুপ্রাণিত করা উচিত।”

আরও পড়ুন: আর নয় রেহাই! Airtel, BSNL, Jio এবং Vi-এর ওপর কড়া অ্যাকশন TRAI-এর, দিতে হবে জরিমানাও

প্রথম খেলোয়াড় যিনি একই অলিম্পিকে ২টি পদক জিতেছেন: প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ২ টি পদক জিতেছিলেন মনু (Manu Bhaker)। ২২ বছর বয়সী এই খেলোয়াড় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পাশাপাশি সরবজ্যোত সিংয়ের সাথে, তিনি ১০ মিটার মিক্সড দলেও ব্রোঞ্জ জিতেছিলেন। স্বাধীনতার পর মনুই প্রথম খেলোয়াড় যিনি একই অলিম্পিকে ২ টি পদক জিতেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর