২ টি নয়, অলিম্পিকে ৩ টি পদক হাসিল করতে পারতেন মনু ভাকের! কীভাবে হল মিস?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্যারিস অলিম্পিকে ২ টি ব্রোঞ্জ পদক জয়ের পর মনু ভাকের (Manu Bhaker) তাঁর জীবনে ঘটা পরিবর্তন সম্পর্কে এবার মুখ খুলেছেন। তিনি তৃতীয় পদক জিততে চেয়েছিলেন। কিন্তু বাস্তববাদী থাকার গুরুত্ব তিনি বোঝেন বলে জানান। কলকাতায় RevSportz আয়োজিত Trailblazers 3.0 Conclave-এ মনু বোরিয়া মজুমদারকে জানান, “আমি জানি চতুর্থ স্থান অর্জন করা কতটা কঠিন।” মনু আরও বলেছেন, “ভারতীয় শ্যুটাররা দুর্দান্ত। আমরা শীর্ষে আছি এবং স্বাভাবিকভাবেই আমরা এতে ভালো। আমরা মানসিকভাবে খুব তীক্ষ্ণ। আমাদের শুধু ফোকাস থাকতে হবে এবং এভাবে চলতে হবে।”

কী জানান মনু ভাকের (Manu Bhaker):

মনুর (Manu Bhaker) কেরিয়ার গ্রাফ সত্যিই প্রশংসনীয় যাত্রা। তিনি ২০২১-এর টোকিও অলিম্পিকে জায়গা করে নিতে ব্যর্থ হন। কোনটি, প্যারিসে অলিম্পিকের ২ টি পদক জয়ী প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাঁর সাফল্যের শিখরে পৌঁছনোর এই কঠিন সফরের কাহিনি তাঁর অধ্যবসায়, কঠোর সাধনা এবং শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

Manu Bhaker olympic medal update.

মনু (Manu Bhaker) বলেন, “আমরা অনেক পরিবর্তন করতে পারি। আমরা মহিলারা অনেক কিছু করতে পারি। এটা নির্ভর করে আমরা কি কি বিষয়ে কীভাবে চিন্তা করি তার উপর। প্রতিভা কোনও সমস্যা নয়। আমাদের বিশ্বাস দরকার এবং আমাদের এটা আছে। অনেকে মিলে বড় পরিবর্তন আনা সম্ভব। আগামী দিনে আমরা আরও ভালো করতে পারব। এটা ব্রোঞ্জ পদকের কথা নয়। আমরা ফের সবচেয়ে বড় মঞ্চে জাতীয় সঙ্গীত শুনতে পাবো।”

আরও পড়ুন: জমে গেল খেলা! ভারতের জন্যে এবার বিশেষ প্রস্তাব দিল খোদ রাশিয়া, অবাক গোটা বিশ্ব

জানিয়ে রাখি যে, মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করার পর মনু ভাকের (Manu Bhaker) অলিম্পিকে ভারতের পদকের খাতা খুলেছিলেন। ভারতের হয়ে অলিম্পিক পদক জেতা প্রথম মহিলা শ্যুটার হয়ে নজির গড়েছেন তিনি। তারপরেই সরবজ্যোত সিং এবং ভাকের ১০ মিটার এয়ার পিস্তল (মিক্সড দল) ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন।

আরও পড়ুন: সহজ হবেনা লড়াই! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই ৩ টি ভুল করলেই বিপদে পড়বে ভারত

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি ভারতের প্রথম শ্যুটিংয়ের দলীয় পদক। মনু (Manu Bhaker) তাঁর চূড়ান্ত ইভেন্টে, তিনি ঐতিহাসিক গ্র্যান্ড ট্রেবল মিস করেন এবং মহিলাদের ২৫ মিটার পিস্তল শুটিং ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেন। আর এইভাবেই তিনি অলিম্পিকে ৩ টি পদক জয়ী প্রথম ভারতীয় হওয়ার সুযোগ মিস করেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X