বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রীড়া জগতের নতুন সেনসেশন হলেন মনু ভাকের (Manu Bhaker)। তিনি তাঁর অনবদ্য কৃতিত্বের মাধ্যমে রাতারাতি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিগত ১ বছর রীতিমতো স্বপ্নের মতো কেটেছে তাঁর। পিস্তলের ওপরেই ভর করে তিনি ভারতকে সমগ্র বিশ্বের কাছে উপস্থাপিত করেছেন।
ক্রীড়া জগতের নতুন সেনসেশন হলেন মনু ভাকের (Manu Bhaker):
শুধু তাই নয়, অলিম্পিকের মতো বৃহৎ ক্ষেত্রে তিনি হাসিল করেছেন সাফল্যও। এমতাবস্থায়, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি মনু (Manu Bhaker) পা দিলেন ২৩ বছরে। আর নিজের জন্মদিনেই মনুর মায়ের স্বপ্নপূরণের বিষয়টি সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
মায়ের ইচ্ছেপূরণে পিস্তলই যথেষ্ট নয়: এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, মনু ভাকেরের (Manu Bhaker) মা তাঁর মেয়েকে নিয়ে ঠিক কী স্বপ্ন দেখেছেন? আসলে, মনুর মা চান তাঁর মেয়ের নামের আগে “ড:” উপাধিটি বসুক। এই প্রসঙ্গে মনু গত বছরে ডিএসআরএ আয়োজিত একটি নৈশভোজে এই বিষয়টি উপস্থাপিত করেছিলেন। সেখানে তিনি জানান যে, “আমার মা চেয়েছিলেন আমার নামের সাথে ‘ড:’ উপাধিটি থাকুক।” এই কারণেই তিনি পিএইচডি করতে চান। তাই, এটা স্পষ্ট যে, মায়ের স্বপ্ন পূরণের জন্য আর পিস্তলের ওপর ভরসা করতে পারবেন না মনু। বরং, এর জন্য তাঁকে পড়াশোনা করতে হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশেষ ছাড়! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য বড় পদক্ষেপ BCCI-র
এমতাবস্থায়, মনু (Manu Bhaker) তাঁর মায়ের স্বপ্ন কতদিনে পূরণ করেন সেটাই এখন দেখার বিষয়। তবে, ২৩ বছরে পদার্পণ করার আগেই মনু ইতিহাস তৈরি করে ফেলেছেন। সাফল্যের শিখরে পৌঁছে স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে তিনি একই অলিম্পিকে ২ টি পদক জিতেছেন। দেশের আর কোনও অ্যাথলিট এই নজির গড়তে পারেননি।
আরও পড়ুন: অনেক হয়েছে! সাগরে আর নয় চিনের দাদাগিরি, দাপট দেখাতে প্রস্তুত ভারত
মনু ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের একক এবং দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। আর এইভাবেই তিনি প্যারিস অলিম্পিকে সবচেয়ে সফল ভারতীয় অ্যাথলিট হিসেবে বিবেচিত হয়েছেন। গোটা দেশ তাঁর এই বিশেষ কৃতিত্বে তাঁকে কুর্নিশ জানিয়েছিল। শুধু তাই নয়, মনু ভাকের (Manu Bhaker) ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্নও পেয়েছেন।