বড়সড় ধস নামতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপিতে, তৈরি হয়ে গেছে অর্জুন সিং এর এক লম্বা তালিকা

বাংলাহান্ট ডেস্ক: শেষ পর্যন্ত তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেই তৃণমূলে যোগ দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকের মতো নেতারা। আর ঘাসফুলে যোগ দিতেই দায়িত্ব দেওয়া হয়েছে ঘাসফুল ফোটানোর।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণা জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের নজর এখন বনগাঁ লোকসভা কেন্দ্র। কারণ জেলার চারটি লোকসভা কেন্দ্র দমদম, বারাসত, বারাকপুর এবং বসিরহাট তৃণমূল কংগ্রেসের হাতে। শুধু বনগাঁ রয়েছে বিজেপির হাতে। এখানে ঘাসফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংয়ের হাতে। আর অর্জুন সিং ঠিক কী বলছেন?‌ এই বিষয়ে তিনি বলেন, ‘‌আগামী লোকসভা নির্বাচনই এখন পাখির চোখ। রাজ্যের ৪২টি আসনেই জিতবে তৃণমূল। শূন্যতে নামবে বিজেপি।’‌

আগামী ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিলে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, সেখানেই ভাটপাড়ার বিধায়ক পবন সিং গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন । সেখানেই একঝাঁক বিজেপি নেতা–কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।নেতৃত্বের দাবি, অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফেরায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে দল আরও শক্তিশালী হল।

অর্জুন সিং বলেন, “খুব শীঘ্রই ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই হতে চলেছে। যার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেই আমাদের বিশ্বাস। একইসঙ্গে সাংসদ পদে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তৃণমূলের প্রতীক নিয়ে আরও ২ জন সাংসদ বিজেপিতে আছেন। আগে তাঁরা ছেড়ে দিন। তাহলে আমিও ছেড়ে দেব।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর