বাংলা হান্ট ডেস্ক : অনেক পুরনো বাড়ির উঠোনে এখনও অবধি স্যাঁতসেতে জায়গায় শ্যাওলা জাতীয় কিছু গাছের পাশাপাশি আগাছা দেখা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে যাঁদের মাটির উঠোন রয়েছে তাঁদের বাড়িতে আগাছা তো দেখাই যায় কিন্তু এগুলিকে পরিষ্কার রাখার জন্য উপড়ে ফেলে দেওয়া হয়। তবে এই আগাছা থেকে সুস্থ থাকার চাবিকাঠি রয়েছে এমনটাই বলছেন চিকিত্সকরা।
আর এমনই একটি আগাছা হলেও আয়াপন,যেটি অনেক পুরনো বাড়ির দেওয়ালেই হয়ে থাকে। এগুলি সাধারণত পাত্তা পায় না তবে লাতিন আমেরিকার গাছ আয়াপন এমনই একটি ভেষজ উদ্ভিদ যেটি রক্ত সাধক রক্ত বর্ধক ও রক্ত সাধক এবং স্নায়ুতন্ত্রের উত্তেজক হিসেবে কাজ করে। অনেক সময় দীর্ঘদিন রোগ ভোগের পর দেখা যায় দুর্বলতা রয়েছে এবং রক্ত কমে গেছে সেক্ষেত্রে এই টাটকা আয়াপন পাতার রস কিন্তু একেবারে মোক্ষম দাওয়াই।
গাছগুলি কেমন দেখতে হয়? অনেকেই গাছগুলির সঙ্গে পরিচিত কিন্তু গাছগুলির নাম জানেন না। এগুলি সাধারণত গুলো জাতির ছোট ছোট গাছ, ভিজে স্যাঁতসেতে জায়গায় ভাল হয়। সবুজ এবং খয়ের মিশিয়ে নরম নরম পাতা। কাণ্ডটি খয়েরি হয় এবং কাণ্ড থেকে শিকড় বের হয়, আর এই গাছটির ফুল হয় যেগুলি বেগুনি রঙের।
কীভাবে ব্যবহার করবেন? যাঁরা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন তিরিশ মিলিমিটার করে এই গাছের রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে পারেন। তবে শুধুমাত্র রক্তাল্পতা নয় আমাশয়,কিংবা ওর রোগের জন্য এই পাতার রস বিশেষভাবে উপকারী। যাদের আমার রয়েছে তারা যদি প্রতিদিন দশ মিলিমিটার করে দুবার বাতাস বা চিনির সঙ্গে এই গাছের রস মিশিয়ে খেতে পারেন সে ক্ষেত্রে খুবই ভাল হয়।
এ ছাড়াও রক্তক্ষরণ বন্ধ করতে প্রতিদিন দশ মিলিমিটার করে আয়াপন গাছের রস ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খেতে হবে। এই গাছের অন্যান্য ব্যবহার: বার্ধক্য জনিত ভুল মনোভাব কমাতে, হৃদযন্ত্র সচল রাখতে, সর্পাঘাতে এই পাতার রস বিশেষ ভাবে কার্যকরী।