অর্থ সংকটে মিলছে না বিমান জ্বালানি! পাকিস্তানে বাতিল একের পর এক উড়ান

বাংলাহান্ট ডেস্ক : তীব্র অর্থ সংকটে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। সংকট এতটাই তীব্র যে সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থা বাতিল করে দিয়েছে ২৬ টি বিমান। আর্থিক সংকটের জেরে মিলছে না জ্বালানি। অর্থ সংকট তীব্র হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের অর্থনীতিতে। সেই কারণেই একের পর এক বিমান বাতিল করতে বাধ্য হচ্ছে তারা।

এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জিও নিউজে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাতিল করা হয়েছে অন্তত ২৬ টি বিমান। বাতিল করা হয়েছে করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েতা, ভাওয়ালপুর, মুলতান, গোয়াদর, ও পাকিস্তানের অন্যান্য শহর থেকে যে বিমানগুলি ছাড়ার কথা ছিল সেগুলি। বিমান বাতিলের ফলে যারা সমস্যায় পড়েছেন তাদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

আরোও পড়ুন : মহালয়াতে ছুটিটাই নষ্ট! আগামী বছর কবে শুরু দুর্গাপুজো? এক ক্লিকে দেখে নিন ২০২৪-এর নির্ঘণ্ট

সংবাদপত্রের এই প্রতিবেদনটি জানিয়েছে বিমান সংস্থার মুখপাত্র বলছেন পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা হচ্ছে রবিবারের মধ্যে। অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, অন্তত ১৮ টি বিমান বাতিল হয়েছে করাচি থেকে। এগুলির মধ্যে তিনটির ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। এছাড়াও বাতিল করা হয়েছে লাহোর ও ইসলামাবাদ থেকে করাচিগামী দুটি বিমান।

634869 7608996 pia updates

একটি সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী, বিমান সংস্থার সব ব্যাংক অ্যাকাউন্ট  ফ্রিজ করেছে পাকিস্তানের ফেডেরাল ব্যুরো অফ রেভিনিউ। এর ফলে মারাত্মকভাবে আর্থিক সংকট তৈরি হয়েছে ওই বিমান সংস্থার। মনে করা হচ্ছে জুলাই মাসের কর না মেটানোয় এই বিমান সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর