সরকারের বিশেষ বিজ্ঞপ্তি, আচমকাই বন্ধের মুখে একাধিক জনপ্রিয় সিরিয়াল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল (serial) নিয়ে ফাঁড়া যেন আর কাটতেই চাইছে না। কিছুদিন আগে পর্যন্ত টেলিপাড়ায় ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের জটে শুটিং বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের। এবার ফের বাধার মুখে পড়ল মিঠাই, উমা, খড়কুটো সহ একাধিক জনপ্রিয় সিরিয়াল।

কয়েকটি দেশের বিজ্ঞাপন দেখানো যাবেনা বাংলাদেশের টেলিভিশনে, সরকার থেকে এমনি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জেরেই একাধিক বিদেশি চ‍্যানেল বন্ধ রয়েছে ওপার বাংলায়। বিষয়টা প্রথমে না বুঝে শুনেই অনেকে কেবল অপারেটরদের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। এরপরেই তারা ঘোষনা করে, এতে তাদের কোনো দোষ নেই।


বাংলাদেশের কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঘোষনা করা হয়েছে, বিদেশি চ‍্যানেল না দেখতে পাওয়ায় তাদের কোনো দোষ নেই। বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তির জন‍্যই আপাতত চ‍্যানেশগুলি বন্ধ রয়েছে সে দেশে। আর এর জেরেই সমস‍্যায় পড়েছে বহু দর্শক। উল্লেখ‍্য, টালিগঞ্জের স্টুডিও পাড়ায় তৈরি হওয়া বাংলা সিরিয়ালের দর্শকদের মধ‍্যে একটা বড় অংশ বাংলাদেশের। ওপার বাংলাতেও ভারতীয় সিরিয়ালের কদর খুব বেশি।

বিশেষ করে মিঠাই, অপরাজিতা অপুর মতো সিরিয়াল এদেশের বাঙালিদের মধ‍্যেও যেমন অত‍্যন্ত জনপ্রিয় তেমনি ওদেশেও এই সিরিয়ালগুলি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। এমন অনেকেই আছেন যারা একটি এপিসোডও মিস করেন না। সেখানে আবার কবে সিরিয়াল গুলি দেখতে পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় দর্শকরা।

সোশ‍্যাল মিডিয়াতেও অনেকেই জানিয়েছেন তাদের ক্ষোভের কথা। কিন্তু সরকারি বিজ্ঞপ্তির কাছে কিছুই করার নেই তাদের। এ সমস‍্যা কি আদৌ সাময়িক নাকি এমন ব‍্যবস্থাই চালু হবে এখন থেকে সে তথ‍্যও নেই কারোর কাছে। সব মিলিয়ে বেশ আতান্তরেই পড়েছেন বাংলাদেশি দর্শকরা।

X