বাংলাহান্ট ডেস্ক : এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! সাইকেল চুরির কিনারা করতে গিয়েই হদিশ মিলল চোরাই মাল কেনাবেচার এক গোপন আস্তানার। সেই আস্তানা থেকেই অসংখ্য সাইকেল, কাঁসা-পিতলের বাসনপত্র, থালা, গ্লাস, বাটি, বালতি, হাঁড়ি, কলসি সহ পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি গ্যাস ওভেন, কয়েকটি সিলিন্ডার, বৈদ্যুতিন মোটর, সোনা ও রূপোর গহনা, মোবাইল ফোন, বস্তা বোঝাই পর্দার কাপড় সহ গৃহস্থের বাড়িতে ব্যবহারের (Household Items) অন্যান্য জিনিষ পত্রের খোঁজ মিলেছে।
হিসেব করলে দেখা যাবে, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিষ রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত তোলপাড় শুরু হয় নবদ্বীপে (Nabadwip)। এদিকে, চোরাই মাল উদ্ধারের খবর জানাজানি হতেই ওই ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয়ে শ’য়ে শ’য়ে বিভিন্ন বয়সের মানুষ। এমনকি, কয়েকজন স্কুল কলেজ পড়ুয়াও তাদের খোওয়া যাওয়া সাইকেলের খোঁজ পেতে ভিড় করেছিল। এদিনের এই ঘটনায় নবদ্বীপ পুরসভার ৬ নং ওয়ার্ডের প্রাচীন মায়াপুর নিমতলা মোড়ের এক ইমারত দ্রব্য ব্যবসায়ীকে পুলিস নবদ্বীপ থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে, প্রাচীনমায়াপুর নিমতলার মোড়ের গৌতম কর্মকার ওরফে মনা দীর্ঘদিন যাবৎ ইট, বালি, পাথর ইত্যাদি ইমারতি দ্রব্যের কারবার করেন। এই ব্যবসার আড়ালে চোরাই মালের কারবার চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী। তবে স্থানীয় বাসিন্দারা কখনও টের পাননি। এদিনের ঘটনা দেখে রীতিমত অনেকেই হতবাক হয়ে যান। এদিন প্রাচীন মায়াপুর জন্মস্থান পাড়ার কাছে এক সাইকেল চোরকে ধরতেই অন্য এক বিশাল চোরাকারবারির স্বরূপ সামনে বেরিয়ে আসে।
সূত্রের খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এই চোরাই মাল কিনতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকা জুড়েই দিনের পর দিন চুরি বেড়ে গিয়েছিল এমনকি গাঁজা, মদ, হিরোইন আসক্ত ব্যক্তিদের সঙ্গে ওই দোকানদারের যোগাযোগও ছিল। চোরেরা নবদ্বীপের বিভিন্ন এলাকা থেকে এইসব দ্রব্য চুরি করে এনে এই ইমারত ব্যবসায়ীর কাছেই বিক্রি করতেন। দীর্ঘদিন চুরির বারবাড়ন্ত হওয়ায় ক্ষুব্ধ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।
অনেককে বলতে শোনা যায় কিছুদিন আগে আমার ছেলের সাইকেল চুরি হয়েছে,কেউ বলছেন আমার বোনের সাইকেলটা চুরি গিয়েছে। তারা এসবেরই খোঁজ নিতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান নবদ্বীপ থানার পুলিস এবং নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। চুরি যাওয়া হাজারো মালপত্র দেখে সকলেই রীতিমত হতবাক। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা জানিয়েছেন, চুরি, গুন্ডামি সহ এইসব অসামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।