হাওড়া, শিয়ালদহ শাখায় একাধিক লোকাল-প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল রেল! রইল তালিকা

বাংলাহান্ট ডেস্ক : তাপমাত্রার পারদ ওঠানামা করলেও শীতের পরশ এখনও লেগে রয়েছে বাংলা (West Bengal) সহ ভারতের (India) একাধিক রাজ্যে। ভোরের দিকে এবং বিকেলের দিকে ঘন কুয়াশার (Fog) দেখা মিলছে। প্রতিদিনই ঘন কুয়াশার জেরে বন্ধ থাকছে একাধিক ট্রেন চলাচল। আজও অর্থাৎ ২৫শে জানুয়ারি বাতিল হলো ট্রেন। হাওড়া (Howrah), শিয়ালদা (Sealdah) থেকে আজও প্রচুর ট্রেন (Train) বাতিল (Cancellation) হয়েছে। এছাড়াও বাংলার বহু অন্যান্য স্টেশন থেকেও বহু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জেনে নেওয়া যাক আজ কোন কোন ট্রেন বাতিল হলো।

প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন :

০০৪০২ নয়াদিল্লি-গুয়াহাটি স্পেশাল ট্রেন,
০২৫১৮ গুয়াহাটি-কলকাতা টার্মিনাল,
০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল,
০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল,
০৩৫৯২ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল,১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস,
১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস,
১২৫০৫ কানমাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস,

লোকাল ট্রেন :

৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল,
৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল,
৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল,
৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল,
৩৩৮৫৬ বনগাঁ-শিয়ালদা লোকাল,
৩৩৮৬৩ শিয়ালদা-বনগাঁ লোকাল,
৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল,
৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ চন্দনপুর-হাওড়া লোকাল,
৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল,
৩৬০১২ হাওড়া-বারুইপাড়া লোকাল,
৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৭, হাওড়া-বর্ধমান কর্ড লোকাল,
৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮৪০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল,
৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল,
৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া লোকাল,
৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল,
৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল,

indian railways train fog

পাশাপাশি ঘন কুয়াশার কারণে বাতিল একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। যার মধ্যে আছে, ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। আগামী ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত এগুলি চলাচল করবে না। এছাড়াও আছে ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস যা আগামী ২৬শে ফেব্রুয়ারী অব্দি বন্ধ। ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস এবং ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস বন্ধ থাকছে আগামী ২৭শে ফেব্রুয়ারী পর্যন্ত। মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস বন্ধ থাকছে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত। ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকছে ২রা মার্চ অব্দি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর