ফের দুর্ভোগ! শিয়ালদহ শাখায় বাতিল একগাদা লোকাল ট্রেন, বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাস ধরে ট্রেন যাত্রীরা ট্রেন বাতিল থাকার কারণে সমস্যার মুখোমুখি হচ্ছেন। মাঝেমধ্যেই লোকাল (Local Trains) ও এক্সপ্রেস ট্রেন বাতিল হচ্ছে হাওড়া ও শিয়ালদা শাখায়। এর ফলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। এরই মধ্যে শিয়ালদা ডিভিশনে ফের একবার রেল বাতিলের ঘোষণা করা হল। শিয়ালদা ডিভিশনে আগামী শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল (Train Cancellation) করা হয়েছে। পাশাপাশি রবিবার ব্যারাকপুর থেকে ঘুর পথে চলবে তিন জোড়া লোকাল ট্রেন।

সূত্রের খবর, ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে শনিবার বাতিল থাকবে শিয়ালদাহ-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল। সপ্তাহ শেষের এই দুইদিনে সাধারণত অফিস যাত্রীদের ভিড় কম থাকে ট্রেনে। কিন্তু অনেকেই বিভিন্ন কারণে ট্রেনে সফর করেন। এর ফলে লোকাল ট্রেন বাতিল হলে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের কপালে। এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

অন্যদিকে, আগামী রবিবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা ডিভিশনে। রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে ৫ জোড়া শিয়ালদাহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল। এছাড়াও, রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা–গেদে এবং দমদম জং–ব্যারাকপুর লোকালও চলবে না।

Trains Cancelled 2

গত ১৪ই মার্চ শিয়ালদা ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়। ২৬ জোড়া লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদায়। নৈহাটি-হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলায় সমস্যায় পড়েছিলেন সাধারণ যাত্রীরা। সেই কদিন বহু ট্রেন দেরীতে চলেছে। পাশাপাশি, এক একটি স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেছে লোকাল। এই রেশ কাটার আগেই ফের একবার সমস্যার সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা। এখন সপ্তাহন্তে ভিড় কিভাবে সামলানো যায় সেই নিয়েই ভাবনাচিন্তা করছেন রেলের আধিকারিকরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর