মঙ্গলবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক লোকাল! পাল্টাল এক্সপ্রেসের টাইমিং, রইল সময়সূচী

বাংলাহান্ট ডেস্ক : ২৫ টি লোকাল (Local Trains) বাতিল (Cancellation) করা হয়েছে হাওড়া (Howrah), ব্যান্ডেল (Bandel), কাটোয়া (Katwa) শাখায়। শুধু তাই নয়, সময় পরিবর্তন করা হয়েছে এক্সপ্রেস ট্রেনেরও (Express trains)। রেলওয়ের (Indian Railway) তরফে জানানো হয়েছে যে, লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণের কাজ চলবে জিরাট ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে। সেই জন্যই আগামী ২২ জানুয়ারি ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেনের যাত্রা বেশ কিছুক্ষণ নিয়ন্ত্রণ করা হবে। এমনকি, ২১শে জানুয়ারিও নিত্যযাত্রীদের ভোগান্তি হবে। নির্মাণকাজ চলার জন্য কয়েকটি ট্রেনের রুট (Route) ঘুরিয়ে দেওয়া হয়েছে।

  • কোন কোন লোকাল ট্রেন বাতিল ২১ জানুয়ারি:
  • হাওড়া থেকে বাতিল ৩৭৯২৫, ব্যান্ডেল থেকে বন্ধ থাকবে ৩৭৭৫৭।
  • কোন কোন লোকাল ট্রেন বাতিল ২২ জানুয়ারি:
  • হাওড়া থেকে বাতিল – ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯ এবং ৩৭৯২১।
  • ব্যান্ডেল থেকে বাতিল – ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ এবং ৩১১১১।
  • কাটোয়া থেকে বাতিল – ৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৯৪৪, ৩৭৯৪৬, ৩৭৯৪৮, ৩১১১২, ৩৭৭৫০ এবং ৩৭৭৫২।
  • এক্সপ্রেস ট্রেন বাতিল :
  • ১৩৪৬৬/১৩৪৬৫ মালদা-হাওড়া-মালদা ইন্টারসিটি বাতিল

সময়সূচী বদল হয়েছে যে ট্রেনের:

ক. ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস: ২২ জানুয়ারি যে ট্রেন ছাড়বে, তা দুপুর ২ টো ৪৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ছাড়বে।

খ. ০৩০০৩ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল: ২২ জানুয়ারি হাওড়া থেকে যে স্পেশাল ট্রেন ছাড়বে, সেই ট্রেন নির্ধারিত সময়ের কিছুটা পরে ছাড়বে। বিকেল ৪ টে ৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ট্রেন।

chennai suburban trains EPS

যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে যে ট্রেনের:

ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, নলহাটি এবং আজিমগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (হাওড়ায় পৌঁছাবে ২২ জানুয়ারি সকাল ৭ টা ৫ মিনিটে) এবং ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা গরিব রথ স্পেশাল (আজিমগঞ্জে পৌঁছাবে ২২ জানুয়ারি সকাল ১০ টা ২৩ মিনিটে)। দাঁড়াবে ব্যান্ডেল, বর্ধমান এবং রামপুরহাট স্টেশনে। সেইসঙ্গে ব্যান্ডেল স্টেশনে ১০ মিনিটের নিয়ন্ত্রণ করা হবে ৩৭৯২৩ হাওড়া-কাটোয়া গ্যালোপিং স্টেশন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর