SSC কাণ্ডে চাকরিহারাদের জল-খাবারের ব্যবস্থা! ‘পাশে আছি, লড়ে যাও’, বার্তা জনগণের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল হয়েছে ২৫,৭৫২ জনের চাকরি। দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক রায়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন হাজার হাজার শিক্ষক (School Teacher), শিক্ষাকর্মী ও তাঁদের পরিবার। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়ে শীর্ষ আদালত সাময়িক স্বস্তি দিলেও আন্দোলনের ঝাঁঝ কমেনি। উল্টে সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবনের (SSC Bhaban) সামনেই অবস্থানে বসেন চাকরিহারারা।

‘পাশে আছি, লড়ে যাও’! চাকরিহারাদের উদ্দেশে বার্তা জনগণের (SSC Recruitment Scam)

সোমবার থেকে আচার্য সদনের সামনে অবস্থান করছেন চাকরিহারারা। ইতিমধ্যেই প্রায় দেড় দিন অতিক্রান্ত। জল নেই, খাবার নেই, শৌচাগার নেই! এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই আবহে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করেছে মানুষ। কেউ খাবার নিয়ে আসছেন, কেউ জল, ওআরএস নিয়ে আসছেন, কেউ আবার খুলে দিচ্ছেন বাড়ির দরজা।

জানা যাচ্ছে, অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করে চাকরিহারাদের (SSC Recruitment Scam) নিজের বাড়ি, বিশেষত শৌচাগার ব্যবহার করতে দেওয়ার কথা জানিয়েছেন। ‘পাশে আছি, লড়ে যাও!’ এই বার্তা দেওয়া হয়েছে সেখানে। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যার পর থেকেই আন্দোলনকারীদের মধ্যে শৌচাগার নিয়ে সমস্যা দেখা দেয়।

আরও পড়ুনঃ দেশে ফিরেই ‘অ্যাকশনে’ মোদী! বিমানবন্দরেই উচ্চপর্যায়ের বৈঠক! কাশ্মীর-কাণ্ডে কী পদক্ষেপ?

আন্দোলনস্থলের অদূরেই একটি পেট্রোল পাম্পের শৌচাগার ব্যবহার শুরুর পর কিছুক্ষণের জন্য তাতে তালা দিয়ে দেওয়া হয়। শুরুর দিকে আশেপাশের কয়েকটি সরকারি দফতরের শৌচাগার ব্যবহার করা যাচ্ছিল। তবে সন্ধ্যা নামতেই সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। রূপা কর্মকার নামের একজন চাকরিহারা শিক্ষিকা জানান, শৌচালয় ব্যবহার করতে প্রথমে তাঁদের করুণাময়ী মোড় অবধি যেতে হচ্ছিল। তখন একটি মাত্র বায়ো টয়লেট ছিল। তবে তা এতজন আন্দোলনকারীর জন্য পর্যাপ্ত ছিল না। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আন্দোলনস্থলের কাছের ডিএল, ইই, সিকে ব্লকের নিবাসীরা।

দিতিপ্রিয়া সরকার নামের একজন লেখেন, ‘সল্টলেকে থাকি। এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষিকা যারা রয়েছেন, শৌচালয় ব্যবহারের জন্য কিংবা কোনও দরকারে আসতে পারেন। দরজা খোলা রইল’। তমাল ঘোষ নামের একজন ব্যক্তি আবার জানান, তাঁদের কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেকটি ব্লকের সকল ফ্ল্যাটের বাসিন্দারাই আন্দোলনকারী শিক্ষকদের শৌচালয় ব্যবহার করতে দিতে তৈরি। কেউ আবার খাবার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন।

SSC recruitment scam eligible school teacher Acharya Sadan abhijan

চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকাও। কাউকে দেখা গিয়েছে আখের রস খাওয়াচ্ছেন, কেউ আবার বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছেন। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকরাও (Junior Doctors)। খিচুড়ি নিয়ে হাজির হন তাঁরা।

জনগণের থেকে এই ব্যবহার পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা। এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘প্রচুর মানুষ পাশে এসে দাঁড়াচ্ছেন। অনেকে বলছেন, জনসাধারণ পাশে রয়েছে। আমরা বলছি এনারা জন-অসাধারণ। এই আন্দোলন আর শুধুই চাকরিহারা শিক্ষকদের নেই’।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলার প্রায় সব নাগরিক। পথে নেমে আন্দোলন করেছিলেন অনেকে। মাস আটেকের ব্যবধানে চাকরিহারা শিক্ষকদের (SSC Recruitment Scam) আন্দোলনেও দেখা যাচ্ছে একই ছবি। ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জনগণ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X