ধোনির দিদিকে অনেকেই চেনেন, কিন্তু জানেন কি মাহির বড় দাদা নরেন্দ্রর কথা?

বাংলাহান্ট ডেস্কঃ ধোনির বায়োপিক “এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি” থেকে ধোনির জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারেন সকলের। রাঁচির এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ধোনি। অন্যান্য মধ্যবিত্ত পরিবারের বাবাদের মতো ধোনির বাবাও চান নি যে খেলাধুলার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাক তার ছেলে, কিন্তু ধোনিকে ক্রিকেট খেলায় সব সময় সমর্থন যুগিয়ে ছিলেন তার দিদি এবং তার মা।

ধোনির বায়োপিকে তার দিদির জয়ন্তী গুপ্তার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী ভূমিকা চাওলা। ‘তেরে নাম’, ‘রান’ এর মতন বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি ধোনির বায়োপিকে তার দিদির চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন। তবে ধোনির বায়োপিকে একবারও দেখানো হয়নি ধোনির দাদাকে। অর্থাৎ ধোনির বায়োপিকে তার দাদা নরেন্দ্র সিং ধোনির উল্লেখ কোথাও ছিল না।

MS Dhoni 2

এছাড়াও কখনো কোন মঞ্চে ধোনিকে তার দাদার সম্পর্কে বলতেও শোনা যায়নি। জানা গিয়েছে ধোনির দাদা নরেন্দ্র সিং ধোনির সঙ্গে তার পরিবারের তেমন কোনো যোগাযোগ নেই। তিনি তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। আগে তিনি বিজেপির সক্রিয় মেম্বার থাকলেও বর্তমানে তিনি সমাজবাদী পার্টির মেম্বার। আর এই রাজনৈতিক রং বদলানোর কারণেই দাদা নরেন্দ্র সিং ধোনিকে তার বায়োপিকে রাখা হয়নি বলে জানা গিয়েছে। তবে ধোনির ব্যাপারে যতবারই জিজ্ঞাসা করা হয়েছে নরেন্দ্র বারবার ধোনির প্রশংসায় করেছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর