বাংলাহান্ট ডেস্কঃ অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple) নির্মানকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। বহুদিনের বিতর্কের পর অযোধ্যায় রাম মন্দির নির্মানে সম্মতি পায় ভারত সরকার। সেই মত সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে আগামী ৩ ও ৫ ই আগস্ট ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ধার্য করা হয়েছে।
আমন্ত্রণ পেলেন মোদীজি
রাম মন্দির নির্মানের ভিত্তি প্রস্থর নির্মানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত দুই তারিখের যেদিন প্রধানমন্ত্রীর সুবিধা হবে, সেদিনই রাম মন্দিরের ভূমিপুজো করা হবে বলে জানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ৫ আগস্ট দুপুরে ওই অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রীকে আক্রমণ পাওয়ারের
করোনা আবহের মধ্যেই প্রধানমন্ত্রীর অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজো করা নিয়ে বিতর্ক উস্কে দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। রবিবার মহারাষ্ট্রের সোলাপুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ কমানোই মহারাষ্ট্র সরকারের একমাত্র লক্ষ্য। কিছু এই সময়কালে কিছু মানুষ ভাবছেন আবার একটি মন্দির তৈরি করলেই করোনার যুদ্ধে জয়ী হওয়া যাবে’।
We are thinking of how to fight the battle against #Coronavirus while some people think that corona will go by building a temple, there might be a reason behind it. But our priority is to see how to improve the economy which has been affected due to lockdown: Sharad Pawar, NCP pic.twitter.com/Im1jJ1Aa2v
— ANI (@ANI) July 19, 2020
কত সময় লাগবে মন্দির নির্মানে?
রাম মন্দির নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন নির্ধারনের পাশাপাশি মন্দিরের নির্মানের আসন্ন সময়ও জানানো হল। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানলেন, সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অর্থ সংগ্রহ ও নকশা সম্পূর্ণ হলে, মোট তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই রাম মন্দির তৈরি করা সম্ভব হবে।