বড় অ্যাকশন! শতাধিক ডিলারকে শোকজ করল খাদ্যবিভাগ, শোরগোল রাজ্যে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায় রেশন নিয়ে বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে খাদ্যবিভাগ দফতরের। অনিয়মের অভিযোগে চারজন ময়দাকল মালিককে সাসপেন্ড করেছিল জেলা খাদ্যবিভাগ। কিন্তু এ বেনিয়ম ধরা পড়লে পার পাচ্ছেন না কেউই। ইতিমধ্যে এই নিয়ে শতাধিক ডিলারকে শোকজের চিঠি পাঠায় খাদ্য দফতর।

রেশন দুর্নীতি নিয়ে কী অভিযোগ খাদ্যবিভাগ দফতরের? Ration Dealers

রেশন দুর্নীতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু রেশন ডিলারের (Ration Dealers) নাম জড়িয়েছিল। জেলা খাদ্যবিভাগ দফতর থেকে ১২০ জনেরও বেশি রেশন ডিলারকে শোকজের (Show Cause Notice) চিঠি পাঠানো হয়েছে। এর আগে ডিলারশিপে কিছু অনিয়মের অভিযোগে ৩-৪ জল ময়দাকল মালিককে সাসপেন্ড করা হয়েছিল খাদ্য দফতরের তরফ থেকে।সূত্রের খবর, রেশন ডিলারদের এই দুর্নীতির (Corruption) অভিযোগ উঠে আসতেই খাদ্য দফতরের আধিকারিকরা রেশন দোকানগুলি সমীক্ষার জন্য পরিদর্শনে গিয়ে তাদেরও নজরে আসে এই অনিয়ম।

নিয়ম অনুযায়ী, ওজনের মেশিনে ই পস যন্ত্র বসানো  বাধ্যতামূলক। সেটা না থাকায় সত্ত্বেও তারা খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন গ্রাহকদের। একজন রেশন ডিলার সঠিক পরিমাণ চাল, ডাল ইত্যাদি সামগ্রী দিয়ে টাকা নিচ্ছেন কি না, সেটা ওই মেশিনে দেখা যায়। কিন্তু সেটা যুক্ত না করার ফলে আদৌ সংশ্লিষ্ট রেশন ডিলার পরিমাণমত সামগ্রী দিচ্ছেন কি না, তা বোঝা মুশকিল হয়ে পড়েছিল। এই ঘটনা রেশন গ্রাহকের নজর এড়ালেও খাদ্যবিভাগ আধিকারিকদের নজরে পড়ে।

খাদ্যবিভাগ দফতরের (Food Department) আধিকারিকরা স্পষ্টভাবে জানান, রেশন কার্ড প্রাপ্ত গ্রাহকরা যাতে সঠিক সময়ে, সঠিক পরিমাণে খাদ্যসামগ্রী পান সেটা সুনিশ্চিত করতে হবে। এই কাজে অধিক পরিমাণে ডিলারদের করা অনিয়ম নজরে আসছে । আলিপুর মহকুমায় এই ধরণের কাজ অনেক বেশি নজরে আসছে। এই ধরণের ঘটনা যদি আবার নজরে আসে ,কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ডায়মন্ডহারবার মহকুমাতেও দুজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।

Conspiracy is underway Ration Dealers warned of ration strike

আরও পড়ুনঃ WAQF শুনানিতে উঠল মুর্শিদাবাদ প্রসঙ্গ! হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেওয়া হবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

খাদ্যবিভাগ দফতর আধিকারিক সূত্রে আরও জানানো হয়, এই বিষয়গুলি নিয়ে চলতি সপ্তাহে শুনানি জানানো হবে। রেশন ডিলারশিপের (Ration Dealership)  কোনওরকম ত্রুটি নজরে এলে কড়াকড়িভাবে রেশন ডিলারদের বরখাস্ত করার মতো সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রেশন দোকানের ডিলারদের ডিলারশিপের লাইসেন্স বাতিলের (License Cancel) সংস্থান রয়েছে। জায়গায় জায়গায় দুয়ারে রেশন ব্য়বস্থায় সঠিকভাবে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে কিনা , তা নিয়েও নজরদারি রাখা হচ্ছে।

 

Shreya Mondal

শ্রেয়া মন্ডল, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। বিনোদন, লাইফস্টাইল, অফবিট খবর লেখায় সাবলীল।

X