বাংলা হান্ট ডেস্ক: পুজো শেষ হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ শেষ হয়নি কলকাতা থেকে। প্রতিবছরের মতো এবছরও হবে মেগা কার্নিভাল, যা অনুষ্ঠিত হতে চলেছে কাল অর্থাৎ শুক্রবার। এবারের থিম রাঙামাটির বাংলা। প্রায় আশিটি পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। এবার কার্নিভালে থাকবেন রাজ্যপাল। রাজ্য সরকারের মেগা কার্নিভালের জন্য সেজে উঠছে রেড রোড।
এই কার্নিভাল অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য বন্ধ করা হবে রেড রোড। বৃহস্পতিবার রাত ১২টার পর রেড রোডে যান চলাচল বন্ধকরা হবে। এমনকি বদল করা হবে বাস রুটও। খোলা থাকবে এজেসি বোস রোড, নিউ রোডে। এমনকি যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ডাফরিন রোড, লার্ভাস রোডেও। কাল দুপুর ২টো থেকে বন্ধ খিদিরপুর রোড। এই মেগা কার্নিভাল দেখতে যে সমস্ত দর্শকদের আসবেন তাদেরকে এজিসি বোস রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও চৌরঙ্গী রোড,আউটট্রাম রোড দিয়েও আসার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে পরামর্শ দেয়া হয়েছে যে মেয়ো রোড, আরআর অ্যাভিনিউ ব্যবহার করুক আগত দর্শকরা। কার্নিভ্যালের গাড়ি গুলিকে রাখা হবে পলাশী গেট রোডে।
এবছর দক্ষিণ বাংলার প্রচীন ঐতিহ্য টেরাকোটা মন্দিরের আদলে তৈরি হয়েছে কার্নিভালের মঞ্চ। এই আনন্দ অনুষ্ঠানে অংশ নেবে কলকাতা ও শহরতলির বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপ্ত প্রায় ৮০টি পুজো। পুজো কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে যে প্রত্যেকে ২-৩টি করে ট্যাবলো রাখতে পারবে। এক একেকটি পুজো কমিটি সর্বাধিক ৫০ জন সদস্য আনতে পারবে। এবছরের কার্নিভালে রাজ্যপালের জন্য রাখা হচ্ছে আলাদা একটি মঞ্চ, ভিভিআইপিদের জন্য রাখা হচ্ছে প্রায় চার হাজার আসন। বিদেশি পর্যটকদের জন্য আলাদা গ্যালারিও করা হচ্ছে মেগা কার্নিভালে।
কার্নিভালের সূচনা করবে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। বাইকে কসরত দেখাবেন টর্নেডোর পঁয়তাল্লিশ জন সদস্য।