কালো রঙে আপত্তি! বারাণসীতে প্রধানমন্ত্রীর সভায় ঢুকতে দেওয়া হল না বহু RSS কর্মীকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার বারাণসীতে (varanasi) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আইআইটি ময়দানে এক জনসভায় উপস্থিত হয়েছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ঢল নেমে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনা এবং তাঁকে সামনে থেকে এক ঝলক দেখার মাঝে বাঁধা হয়ে দাঁড়াল কালো রঙের বস্ত্র।

শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ কালো রঙের পোশাকই বাধ সাধল প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ থেকে। যার কারণে বাড়ি ফিরে গেলেন বহু মানুষ। কারণ প্রধানমন্ত্রীর এই জনসভায় কালো রঙের পোশাক হোক, টুপি কিংবা মাস্ক- কালো কোন বস্ত্রই প্রবেশ করতে দেয়নি পুলিশ আধিকারকরা। যারাই সেখানে কালো পোশাক, জামা, প্যান্ট পড়ে গিয়েছিলেন, তাঁদের সকলেই সেখান থেকে বের করা হয়েছিল। এমনকি কালো রঙের মাস্ককেও সম্মতি দেয়নি প্রশাসন। কালো মাস্ক পরিহিত ব্যক্তিকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। হয় বাড়ি ফিরতে হবে, নাহলে অন্য রঙের মাস্ক পরে ভেতরে প্রবেশ করতে হবে- এমনও শর্তও রাখা হয়েছিল।

এই অদ্ভুত নিয়মে সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন আরএসএসের স্বয়ংসেবকরা। সঙ্ঘের পোশাক খাকি রঙের প্যান্ট ও সাদা টি শার্টের সঙ্গে মাথায় কালো টুপি। তবে এদিন এই পোশাক পড়ে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হলেও, তাঁদের প্রথমদিকে সেই সভায় ঢুকতে দেওয়া হয় না।

কালো রঙের টুপি পড়ার কারণে পুলিশ তাঁদের ভেতরে যাওয়ায় বাঁধা দেয়। পুলিশের নির্দেশ মত, কালো টুপি খুলে রেখে তবেই ভেতরে প্রবেশের অধিকার পায় সঙ্ঘের সদস্যরা। তবে এই কারণে বেশ কিছুজন সদস্য কালো টুপি না খুলে, বাড়িও ফিরে গিয়েছেন।

সম্পর্কিত খবর

X