বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC (HDFC Bank) এবং ফাইন্যান্স কোম্পানি HDFC-র সংযুক্তিকরণ হতে চলেছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। এদিকে, হাউজিং ফাইন্যান্স কোম্পানি HDFC এবং HDFC ব্যাঙ্কের সংযুক্তিকরণের পরে অনেক কিছুই বদলে যাবে। গত মঙ্গলবার HDFC গ্রূপের চেয়ারম্যান দীপক পারেখ নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ৩০ জুন অর্থাৎ শুক্রবার HDFC লিমিটেড এবং HDFC ব্যাঙ্কের বোর্ড মিটিং সম্পন্ন হবে।
এমতাবস্থায়, ১ জুলাই থেকে এই সংযুক্তিকরণ কার্যকর হবে। এদিকে, এই সংযুক্তিকরণ হওয়ার পরে, HDFC ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের এবং HDFC থেকে ঋণ নেওয়া গ্রাহকরা প্রভাবিত হবেন। তবে, HDFC ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীরা খুব বেশি প্রভাবিত না হলেও, যাঁরা ফাইন্যান্স থেকে ঋণ নিয়েছেন তাঁদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কি কি পরিবর্তন হবে: এই সংযুক্তিকরণের পরে, HDFC লিমিটেডের পরিষেবাগুলি HDFC ব্যাঙ্কের সমস্ত শাখায় পাওয়া যাবে। অর্থাৎ, আপনি একই শাখায় ঋণ থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা সবই পাবেন। ব্যাঙ্কের প্রতিটি শাখা থেকে হোম লোন ইস্যু করা যেতে পারে। পাশাপাশি, সংযুক্তিকরণের মাধ্যমে গ্রাহকেরা উপকৃতও হবেন। কারণ, এর ফলে ব্যাঙ্কটির ক্যাপিটাল আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এমতাবস্থায়, ক্যাপিটাল বাড়লে ব্যাঙ্ক আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঋণ দিতে পারবে।
FD-তে সুদের হারে পরিবর্তন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যাঁরা HDFC-তে FD করেছেন, তাঁদের সুদের হার পরিবর্তন হতে পারে। আসলে HDFC এবং HDFC ব্যাঙ্কের সুদের হারের মধ্যে পার্থক্য রয়েছে। HDFC হাউজিং ফাইন্যান্সের তুলনায় HDFC ব্যাঙ্কের FD-তে সুদের হার কম। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। HDFC-তে ১২ থেকে ১২০ মাসের FD-র ক্ষেত্রে ৬.৫৬ শতাংশ থেকে ৭.২১ শতাংশ সুদের হার পাওয়া যায়।
এমতাবস্থায়, আপনি যদি HDFC ব্যাঙ্কে FD করেন, সেক্ষেত্রে আপনি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-র ক্ষেত্রে ৩ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এমন পরিস্থিতিতে, যাঁর রিন্যুয়েলের বিকল্প বেছে নিয়েছেন, তাঁদের সুদের হার সংযুক্তিকরণের পর পরিবর্তন হবে। শুধু তাই নয়, সংযুক্তিকরণের ফলে, HDFC-র গ্রাহকদের তাঁদের সঞ্চয়ের উপর বীমার সুবিধাও মিলবে। RBI-এর নিয়ম অনুসারে, ব্যাঙ্ক ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে আমানতকারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার প্রদান করে।
যাঁরা হোম লোন নিয়েছেন তাঁরাও প্রভাবিত হবেন: মূলত, এই সংযুক্তিকরণের পর HDFC ফাইন্যান্সের হোম লোন গ্রাহকরাও প্রভাবিত হবেন। ব্যাঙ্কের সংযুক্তিকরণের পরে, RBI-এর নিয়ম অনুসারে, ব্যাঙ্কের সমস্ত ঋণ এক্সটার্নাল বেঞ্চ মার্ক লেন্ডিং রেট (EBLR)-এর ভিত্তিতে স্থির করা হয়। অন্যদিকে, নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থাগুলির জন্য এমন কোনো প্রয়োজনীয়তা নেই। তবে, সংযুক্ত হওয়ার পরে, HDFC লিমিটেডের গ্রাহকদের জন্যও RBI-এর নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, HDFC-র ঋণের সুদের হার আগামী ছয় মাসের জন্য এক্সটার্নাল বেঞ্চ মার্ক লেন্ডিং রেটের উপর ভিত্তি করে স্থির হবে।
মূলত, সংযুক্তিকরণের পর, যখন HDFC ফাইন্যান্স HDFC ব্যাঙ্কের অংশ হয়ে যাবে তখন তাকে এই নিয়মটি অনুসরণ করতে হবে এবং লোনগুলিকে EBLR-এর সাথে লিঙ্ক করতে হবে। এই পরিস্থিতিতে, গ্রাহকেরা দ্রুত RBI দ্বারা রেপো রেট হ্রাসের সুবিধা পাবেন। এদিকে, যে ঋণগুলি EBLR-এর সাথে যুক্ত নয় সেগুলি RBI-এর রেপো রেট কমানোর সাথে সাথে সুদের হ্রাসের সুবিধা পায় না। সংযুক্ত হওয়ার পর ঋণ গ্রহণকারী গ্রাহকরা এই সুবিধা পাবেন।
শেয়ারহোল্ডারদের উপর প্রভাব: উল্লেখ্য যে, এই সংযুক্তিকরণের পরে, আগামী ১৩ জুলাই থেকে HDFC-র লেনদেন বন্ধ হয়ে যাবে। এদিকে, HDFC লিমিটেডের বর্তমান শেয়ারহোল্ডাররা ব্যাঙ্কে ৪১ শতাংশ শেয়ার পাবেন। HDFC লিমিটেডের প্রতি ২৫ টি শেয়ারের জন্য, HDFC ব্যাঙ্কের ৪২ টি শেয়ার দেওয়া হবে। অর্থাৎ এই সংযুক্তিকরণের প্রভাব শেয়ারহোল্ডারদের ওপরেও পড়তে চলেছে।
কর্মীদের ছাঁটাই নয়: এদিকে, HDFC গ্রূপের চেয়ারম্যান দীপক পারেখ জানিয়েছেন যে, এই সংযুক্তিকরণের ফলে, কর্মীদের ছাঁটাই করা হবে না। পাশাপাশি, দীপক আরও বলেন, তিনি HDFC ব্যাঙ্ক থেকে একটি আশ্বাস পেয়েছেন যে ৬০ বছরের কম বয়সী কর্মচারীদের ব্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের বেতনও হ্রাস করা হবে না।