সুপ্রিম-রায়ে চাকরিহারা! স্কুল ছাড়ছেন একাধিক শিক্ষক! জোর বিপাকে রাজ্যের ‘এই’ সকল স্কুল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় চাকরিহারা ২৫,৭৫২ জন। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে একদিকে যেমন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, তেমনই ছাত্রছাত্রী নিয়ে অথৈ জলে পড়েছে রাজ্যের বহু বিদ্যালয়। এমনিতেই শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক (School Teachers) সংখ্যা কম, তার মধ্যে থেকে আরও অনেকের চাকরি বাতিল হওয়ায় চিন্তা বেড়েছে।

এসএসসি মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম-রায়ে চাপ বাড়ল কোন কোন স্কুলের?

জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে কালনার মহারাজা উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ওই বিদ্যালয়ে মোট পড়ুয়া সংখ্যা ১৮০০, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৩৬। তার মধ্যে ৬ জন চলে যাওয়ায় চাপ বেড়েছে বিদ্যালয়ের। আগামীদিনে কীভাবে পড়াশোনা হবে সেটা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন স্কুল পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই প্রসঙ্গে বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি তিনটি করে সেকশন রয়েছে। দশম শ্রেণিতে দু’টি সেকশন। বিদ্যালয়ে নানান বিষয় পড়ানো হয়। তবে সুপ্রিম-রায়ের পর জীববিদ্যার ২ জন ও ইংরেজির ১ জন শিক্ষক চলে যাচ্ছেন (SSC Recruitment Scam)। এর ফলে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসে অনেকটাই সমস্যা হবে। তবে শিক্ষার্থীদের প্রভাবমুক্ত রাখতে সব রকম চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘গণ্ডগোল হলে কি দুর্গাপুজোই বন্ধ করে দেব?’ রামনবমীর মিছিল নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

২০১৬ সালের এসএসসির (School Service Commission) সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলের ২ জন শিক্ষিকা ও ১ জন গ্রুপ ডি স্টাফের। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, ‘চাকরি বাতিলের জেরে স্কুল চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে। একমাত্র গ্রুপ ডি কর্মী ছিলেন। তিনিও চলে যাওয়ার ফলে গ্রুপ ডি পদ সম্পূর্ণ শূন্য হয়ে গেল’।

Major movement warning after SSC recruitment scam Supreme Court verdict

এই দুই বিদ্যালয় ছাড়াও কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের ৬ জন শিক্ষিকা, নিগমানন্দ বিদ্যামন্দির হাইস্কুলের ৩ জন শিক্ষক, ১ জন ক্লার্ক ও ১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গিয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) পুরো প্যানেল বাতিলের রায় দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের সেই রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। এই রায়ের আঁচ রাজ্য রাজনীতিতেও এসে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে তিনি দেখা করবেন। সেখান থেকে কী বার্তা আসে সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X