বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা স্টার জলসায় আমূল পরিবর্তন। ওলটপালট হয়ে গেল একাধিক ধারাবাহিকের (Serial) টাইম স্লট। নতুন সিরিয়ালের ধাক্কায় নড়বড়ে কম টিআরপির পুরনো ধারাবাহিক গুলি। কিছু কিছু ধারাবাহিক (Serial) বন্ধই হয়ে গিয়েছে। গল্প পূরণ হওয়ার আগেই মাঝপথে সিরিয়াল শেষ হয়ে গিয়েছে টিআরপির অভাবে।
দুই চ্যানেলেই বদল হচ্ছে বেশ কিছু সিরিয়ালের (Serial) স্লট
অবশ্য কিছু কিছু সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন থাকলেও শেষমেষ চ্যানেল অন্য সিদ্ধান্ত নিয়েছে। আবারো একটি সুযোগ পেয়েছে ধারাবাহিকগুলি। স্লট বদলে দেওয়া হয়েছে একাধিক সিরিয়ালের। টিআরপি বাড়ানোর আশায় অন্য সময়ে পাঠানো হয়েছে কিছু সিরিয়ালকে (Serial)। একদিকে যেমন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে, অন্যদিকে কিছু সিরিয়ালের সময় বদল হচ্ছে। সব মিলিয়ে বেশ ওলটপালট অবস্থা দুই চ্যানেলেই।
কোন নতুন সিরিয়াল শুরু হচ্ছে: জি বাংলায় রাত সাড়ে নটার স্লটে শুরু হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। আগামী সপ্তাহে জোড়া সিরিয়ালের (Serial) সূচনা হতে চলেছে চ্যানেলে। সন্ধ্যা ছটা এবং সাড়ে ছটা দুই স্লটেই আসছে নতুন ধারাবাহিক। যথাক্রমে ‘তুই আমার হিরো’ এবং তারপর ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial) শুরু হচ্ছে এই দুই স্লটে।
আরো পড়ুন : “আমার দিকে তো কেউ…”, মাকে ছাড়াই প্রথম সন্তানের জন্ম ‘মিশকা’র, অবশেষে মনের কথা ফাঁস করলেন অহনা
স্লট বদল হল কাদের: এর জেরে একাধিক সিরিয়ালের (Serial) স্লট বদল হয়েছে জি বাংলায়। সন্ধ্যা সাড়ে ছটা থেকে ‘আনন্দী’কে পাঠানো হয়েছে বিকেল সাড়ে পাঁচটায়। আগামীকাল থেকেই হচ্ছে এই বদল। সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হওয়া ‘অমর সঙ্গী’কে পাঠানো হচ্ছে সোজা দুপুরের স্লটে। দুপুর তিনটেয় দেখা যাবে এই ধারাবাহিক (Serial)। অন্যদিকে রাত সাড়ে নটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিঠিঝোরাকে। রাত দশটা পনেরোয় দেখা যাচ্ছে এই সিরিয়ালটিকে।
আরো পড়ুন : চিন-পাকিস্তানের দাদাগিরি ঠেকাতে হাত বাড়াল বন্ধু! রাশিয়ার সাহায্যে এবার ভারতেই তৈরি হবে “ব্রহ্মাস্ত্র”?
স্টার জলসাতেও বদলাচ্ছে সিরিয়ালের (Serial) স্লট। রাত আটটার স্লটে ‘পরশুরাম আজকের নায়ক’ আসছে সোমবার থেকে। ওই স্লটে সম্প্রচারিত হওয়া ‘উড়ান’ আগে শেষ হবে বলে শোনা গিয়েছিল। তবে সম্প্রতি জানা যাচ্ছে, রাত ১১ টায় পাঠানো হয়েছে এই সিরিয়ালটিকে। তবে সেখানেও খুব বেশিদিন দেখা যাবে না ধারাবাহিকটিকে। সপ্তাহ কয়েক পরেই ধারাবাহিকটি শেষ হয়ে যেতে পারে বলে খবর।