কলকাতায় কৃপণ হলেও বৃষ্টি ধুন্ধুমার ইনিংস চলছে পশ্চিমবঙ্গ জুড়ে! আগামী কয়েক দিন ভিজবে এই জেলাগুলি

বাংলা হান্ট ডেস্ক : সোমবার থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছ দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে। সারা পশ্চিমবঙ্গে (West Bengal) প্রায় সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কয়েকদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়ে দেয় রোববার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়ায় বদল আসছে। কলকাতা এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকাতেও। তবে কলকাতায় এখনও বৃষ্টির দেখা মেলেনি।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮০%

কলকাতার আবহাওয়া : গত দিন কয়েকের মতোই শহরের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : আজ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। অপরদিকে বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। ৩০ ও ৩১ মার্চ গোটা উত্তরবঙ্গ জুড়েই বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। ৩১ মার্চ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গে পাশপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। তবে দিন ও রাতের তাপমাত্রায় এখনই বড় পরিবর্তন আসবেনা। আগামীকাল থেকেই আবহাওয়াতে কিছু পরিবর্তন আসতে পারে। তাপমাত্রার পারদ এখন স্বাভাবিকের নীচেই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর