হাওড়া থেকে শিয়ালদহ, AI-এর দৌলতে নতুন চেহারা পেল রাজ্যের একাধিক স্টেশন, দেখলেই উড়ে যাবে হুঁশ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। যার ওপর ভর করে এগিয়ে চলেছে সবকিছুই। শুধু তাই নয়, এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু কাজ অবলীলায় করা যাচ্ছে যা একটা সময় কল্পনাও করা যেত না। এমনিতেই, এখন বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেটি সাধারণ মানুষও খুব সহজেই ব্যবহার করতে পারেন।

এমতাবস্থায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি অবাক করা সব ছবিও তুমুল ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে। যেগুলিকে দেখে অবাক হয়ে যান প্রত্যেকেই। কখনও স্বনামধন্য নায়ক-নায়িকাদের মুখ বিভিন্ন কালজয়ী চরিত্রের মাধ্যমে উপস্থাপিত করা আবার কখনও বা জনমানবহীন কলকাতার ভয়ঙ্কর ছবি, সবকিছুই ইতিমধ্যে পরিলক্ষিত করেছি আমরা। আর এগুলি সম্ভব হয়েছে AI-এর মাধ্যমে।

Many stations in the state got a new look through Artificial Intelligence

সেই রেশ বজায় রেখেই এবার রাজ্যের বেশ কয়েকটি ব্যস্ততম রেলস্টেশনের ছবি ফুটে উঠল AI-এর কল্পনায়। যে ছবিগুলি ইতিমধ্যেই সারা ফেলেছে নেটমাধ্যমে। শুধু তাই নয়, ছবিগুলির দিকে হঠাৎ করে তাকালে পরিচিত স্টেশনগুলির এহেন ভোলবদল নিঃসন্দেহে অবাক করবে প্রত্যেককে। এছাড়াও, দেখলে মনে হবে ঠিক যেন বিদেশের কোনো স্টেশনে পরিণত হয়েছে ওই রেল স্টেশনগুলি।

Many stations in the state got a new look through Artificial Intelligence
ঝাঁ-চকচকে পরিবেশ, গগনচুম্বী বিল্ডিং, ট্র্যাকে দ্রুতগামী ট্রেন এবং যাত্রীদের উপস্থিতিতে ওই কাল্পনিক ছবিগুলিও যেন পূর্ণতা পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যের কিছু ব্যস্ততম রেল স্টেশনকেই অভিনব ভাবে ফুটিয়ে তোলা হয়েছে AI-এর মাধ্যমে। আর সেই কারণেই এই ছবিগুলি খুব সহজেই আকৃষ্ট করছে সবাইকে।

আরও পড়ুন: হঠাৎ করেই ৩০,০০০ টাকা সস্তা হল MacBook Air M1! কিভাবে কিনবেন? জেনে নিন এখনই

হাওড়া স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ, কিংবা কলকাতা স্টেশন থেকে শুরু করে সাঁতরাগাছি এবং শালিমার, প্রতিটি স্টেশনই নতুন রূপে সামনে এসেছে। পাশাপাশি, ওই ছবিগুলিতে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে একের পর এক ট্রেনকে। তবে ছবিগুলিকে প্রত্যক্ষ করে মিশ্র প্রতিক্রিয়াও সামনে এসেছে। অনেকেই এই ছবিগুলিকে “দুর্দান্ত” হিসেবে অভিহিত করলেও অনেকের কাছে এই ছবিগুলি বাস্তবের চেয়ে অনেকটাই পার্থক্য তৈরি করেছে বলে মনে হয়েছে। কেউ কেউ আবার ছবিগুলিকে “বড্ড বেশি যান্ত্রিক” বলেও বিবেচিত করেছেন। তবে, পরিচিত এই স্টেশনগুলির এহেন রূপদান নিঃসন্দেহে অবাক করেছে অধিকাংশজনকেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর