বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের (Trinamool Congress) বড় ভাঙন। কুলতলির আড়াই হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিএমে Communist Party of India (M)। এর মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। কান্তি গাঙ্গুলী দলীয় পতাকা তুলে দেন এই আড়াই হাজার প্রাক্তন তৃণমূল কর্মীদের হাতে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতারা।
কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এই ভাঙনকে ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা পর্যালোচনা। কুলতলী (Kultali) ব্লকের চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল ত্যাগ করে যোগ দিয়েছেন বাম শিবিরে। দলত্যাগ করার পর তিনি তোপ দেগেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সামনে এসেছে একের পর এক বিষ্ফোরক মন্তব্য।
তার বক্তব্য, “তৃণমূলের নেতা- মন্ত্রী সবাই চোর। সেই পার্টিতে থেকে কখনো মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।” রবিউলের দাবি এই কারণে তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন সিপিএমে। কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান পাল্টা বলেছেন, “রবিউলকে অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে।”
পিন্টু প্রধানের পাল্টা দাবি কেউ তৃণমূল থেকে সিপিএমে যোগ দেয়নি। এসব কিছুকে তিনি লোক দেখানো ও মিডিয়াতে প্রচার পাওয়ার চটক বলে দাবি করেছেন। সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি জানিয়েছেন, “বিজেপি হচ্ছে দাঙ্গাকারি পার্টি, তৃণমূল হচ্ছে চোরদের পার্টি। পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে সিপিএমের কর্মীদের। প্রয়োজনে সিপিএম পুলিশের সাথে সম্পর্ক ছিন্ন করবে।”