বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি কখনোই ভিত্তিহীন কথা বলি না। এবারেও বলছি না। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বহু তৃণমূল বিধায়ক’, এদিন ফের একবার বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা তথা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) পাশে নিয়েই এদিন এহেন মন্তব্য করেন তিনি।
বিজেপির হেস্টিংস অফিসে এদিন সাংবাদিক সম্মেলন করেন তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই তাঁর দাবি, “আমি ভিত্তিহীন কথা বলি না। যা বলি, ভেবেচিন্তে বলি। আবারও বলছি, তৃণমূল বিধায়করা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তারা যোগাযোগ রাখছে, রাখছে, রাখছে।”
উল্লেখ্য, গত ২৭ শে জুলাই বিজেপি নেতা বলেন, “আমাদের দলের সঙ্গে ৩৮ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখে চলেছে। তার মধ্যে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ২১ জনের।”
সাম্প্রতিক সময়ে বাংলায় এসএসসি থেকে প্রাথমিক টেট এবং অন্যান্য একাধিক দুর্নীতি মামলা ক্রমাগত সামনে এসে চলেছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মিঠুন বলেন, “এত টাকা জন্মে দেখিনি। রোজগারও করিনি।”
যদিও মিঠুনের দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ‘বোন’ বলতেন। এখন সিবিআই আর ইডির ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তবে মন থেকে ওই দলে আছে কিনা, বলা যাবে না।”
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। পরবর্তীতে বিধানসভা ভোটে বিজেপির বিপুল পরিমাণ ভোটে জয়লাভের আশাও দেখান তিনি। তবে পরবর্তীতে শুধুমাত্র পরাজিত হওয়াই নয়, এক্ষেত্রে বিজেপি ছেড়ে শাসক দলে যোগদান করেন একাধিক বিধায়ক সাংসদরা। এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তীর পাল্টা দাবি ইতিমধ্যেই সৃষ্টি করেছে বিস্তর জল্পনার।