দার্জিলিং যাওয়ার প্ল্যান? বেরনোর আগে ভালো করে ভেবে নিন! দেখতে পাবেন না এই পর্যটন কেন্দ্রগুলো

   

বাংলাহান্ট ডেস্ক : জুনের প্রথম সপ্তাহে কি দার্জিলিং (Darjeeling) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে এক্ষুনি মন দিয়ে পড়ে ফেলুন এই প্রতিবেদন।  কারণ দার্জিলিংয়ের বেশ কিছু পর্যটনস্থল জুনের প্রথম সপ্তাহে একদিন বন্ধ থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ট্যুর অপারেটররা পড়েছেন চরম সমস্যায়। 

অনেকে পর্যটক আবার চাইছেন সফরসূচি বদল করতে। তবে যারা স্বাধীনভাবে দার্জিলিং ঘুরতে আসবেন তারা পড়বেন বড় সমস্যায়। তাই দার্জিলিং আসার আগে ভালোভাবে প্ল্যান করে নিন। আগামী ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। দার্জিলিংয়ের পাঁচটি পর্যটনস্থল তাই বন্ধ থাকবে ভোট গণনার দিন।

আরোও পড়ুন : সৃষ্টি হল ইতিহাস! প্রথম নাইট ক্লাব পেল সৌদি আরব! সেখানে মদ খাওয়ার নিয়ম কী জানেন?

দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বৃহস্পতিবার এই সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছেন। সুষ্ঠুভাবে ভোট গণনা করতে প্রশাসন তৎপর। শুক্রবার এই ব্যাপার নিয়ে বৈঠকও হয়েছে প্রার্থীদের সাথে। চরম গরমে অনেকেই এখন পাহাড়মুখী। দার্জিলিংয়ের চারদিকে শুধুই পর্যটকদের ভিড়। আগামী ৪ঠা জুনও প্রচুর বুকিং রয়েছে পর্যটকদের।

আরোও পড়ুন : হন্যে হয়ে খুঁজছেন সরকারি চাকরি? চিন্তা নেই! এবার প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে রেলে, করে ফেলুন আবেদন

এই আবহে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ভোট গণনার দিন দার্জিলিংয়ের পাঁচটি পর্যটনস্থল বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৪ তারিখ বন্ধ থাকবে  পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, টাইগার হিল, রঙ্গিতভ্যালি রোপওয়ে, বাতাসিয়া লুপ ও হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে শিলিগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটক থেকে ট্যুর ব্যবসায়ী সকলে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল  বলছেন, নির্বাচন ও গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে খোলা রাখা যেতেই পারে টাইগার হিলের মতো জায়গা। এই সিদ্ধান্তের ফলে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে।

darjeeling toy train 1629850287718 1629850294333

ইস্টার্ন হিমালয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস মৈত্র ও আরো অনেক ট্যুর ব্যবসায়ী বলছেন প্রশাসনের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। নয়ত পর্যটন ব্যবসায়ীদের পড়তে হবে চরম সমস্যার মধ্যে। তবে, আদৌ সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করা হবে কিনা তা অবশ্য সময় বলবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর