বাংলাহান্ট ডেস্কঃ বছরের শুরুতেই অটল টানেলের (atal tunnel) মধ্যে সমস্যায় পড়লেন পর্যটকরা। টানেলের ভেতরেই আটকে গেলেন বহু পর্যটক। তবে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ও সেনার জওয়ানরা মিলিতভাবে প্রায় ৩০০ জনকে উদ্ধার করলেও, টানেলের ভেতরে এখনও বহু সংখ্যক মানুষ আটকে রয়েছেন।
মানালি থেকে লেহর দূরত্ব কমাতে ২০২০ সালের শেষের দিকে অর্থাৎ কয়েক মাস আগেই পর্যটকদের সুবিধার্থে খোলা হয়েছিল অটল টানেল। তবে রাস্তার দূরত্ব কমাতে গিয়ে সেই সময়টা নিয়ে নিচ্ছে যানজট। সকলেই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই রাস্তা ধরতেই রোজই অটল টানেলে যানজট লেগেই রয়েছে।
এরই মধ্যে নতুন বছরের শুরুতেই অটল টানেলের মধ্যে আটকা পড়ে গেলেন বহু সংখ্যক পর্যটক। টানেল পরিচালনা সূত্রে জানা গিয়েছে, প্রবল তুষারপাতের জন্য প্রায়শই নানা ছোট খাটো সমস্যা দেখা দিলেও, এবারের সমস্যা বড় আকার ধারণ করল। টানেলের মধ্যে আটকা পড়লেন পর্যটকরা। তবে স্থানীয় প্রশাসন ও সেনার জওয়ানরা মিলিতভাবে প্রায় ৩০০ জনকে উদ্ধার করেছে। এখনও বহু পর্যটক টানেলের ভেতরেই রয়ে গেছে।
এদিকে আবার অটল টানেলের সাউথ পোর্টাল থেকে সোলং হাইওয়ে পর্যন্ত এই রাস্তায় অত্যাধিক যানজট এবং প্রবল তুযারপাতের কারণে উদ্ধার কার্যেও বিঘ্ন দেখা দেয়। গভীর রাত অবধি সেখান থেকে পর্যটকদের উদ্ধার করে বাসে করে মানালিতে নিয়ে আসা হয়।