বাংলাহান্ট ডেস্ক : আবারো একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled) রাজ্যে। এবার হাওড়া ডিভিশন। টানা এক সপ্তাহ ধরে একগুচ্ছ ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে, যার জেরে চরম সঙ্কটে পড়তে হবে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
এক সপ্তাহ ধরে বাতিল (Train Cancelled) থাকবে একগুচ্ছ ট্রেন
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত বাতিল (Train Cancelled) করা হয়েছে ১৪ টি ট্রেন। পাশাপাশি ৬ টি ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করে সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, সিগন্যালিং এর সমস্যার সমাধানে পরিকাঠামো উন্নয়ন এবং রেল লাইনের রক্ষণাবেক্ষণের কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আরো কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর জেরেই ভোগান্তির শিকার হতে পারে নিত্যযাত্রীরা।
কোন ট্রেনগুলি বাতিল হয়েছে: কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled) হয়েছে? রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস, ১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডিহ এক্সপ্রেস, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা মেমু, ৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর-বাঁকুড়া মেমু, ৬৮১০১/৬৮১০২ খড়গপুর-আদ্রা মেমু, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু, ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া মেমু।
আরো পড়ুন : ক্ষমা চাওয়া নাকি ‘কুমিরের কান্না’! আরো বিপাকে বিজেপির মন্ত্রী। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে: অন্যদিকে টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস সহ আরো বেশ কয়েকটি ট্রেনের (Train Cancelled) যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে। রেলের তরফে এও জানানো হয়েছে, নিত্যযাত্রীদের যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য আগাম এই সূচির কথা জানানো হয়েছে।
আরও পড়ুন : পাকিস্তানের মুখ দর্শনও না আর! আগামীকাল থেকেই সীমান্তে বড় পদক্ষেপ মোদী সরকারের
যদিও নিত্যযাত্রীদের ক্ষোভ, মাঝে মাঝেই পরিকাঠামো রক্ষণাবেক্ষণের নামে ট্রেন বাতিল করা হচ্ছে। কিন্তু পরিষেবার উন্নতি হচ্ছে না। বরং ভোগান্তি বাড়ছে যাত্রীদের।