হাওড়া-শিয়ালদহ শাখায় বন্ধ একাধিক লোকাল, স্তব্ধ ৩৩২টি ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আজ সারা বাংলা (West Bengal) জুড়ে চলবে না (Train Cancellation) অসংখ্য লোকাল ট্রেন (Local train)। আজ গোটা দেশে প্রায় ৩৩২ ট্রেন বাতিল (Cancellation) করা হয়েছে রেলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশন যেমন হাওড়া, শিয়ালদা, ব্যান্ডেল, ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর থেকে প্রচুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফুটওভার ব্রিজ তৈরির জন্য পার্ক সার্কাস স্টেশনে বাতিল ট্রেন: বজবজ শাখা: ডাউন ৩৪১৬৪/আপ ৩৪১৬৩। ডায়মন্ড হারবার শাখা: ডাউন ৩৪৮৫৮/আপ ৩৪৮৫৭। লক্ষ্মীকান্তপুর শাখা: ডাউন ৩৪৭৫২/আপ ৩৪৭৫৭। ক্যানিং শাখা: ডাউন ৩৪৫৫২/আপ ৩৪৫৫৭।

কাটোয়া-ব্যান্ডেল শাখায় যে ট্রেন গুলি বাতিল হয়েছে: হাওড়া থেকে বাতিল: ৩৭৯২৫ হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল: ৩৭৭৫৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।

হাওড়া-বর্ধমান শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে: বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ এবং ৩৬০১২।
বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১২, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২।
কাটোয়া থেকে বাতিল ট্রেন: ৩৫০১২ (কাটোয়া-বর্ধমান লোকাল)।
হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৫১ এবং ৩৬০১১।
হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭।
বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৫০১১ (বর্ধমান-কাটোয়া লোকাল)।

local train indian railways

বাতিল হওয়ার ট্রেন সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন ‘NTES’ বা ‘National Train Enquiry System – Indian Railways’ এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর