সেজে উঠছে শিলিগুড়ি! চলবে না একাধিক ট্রেন, বিপদ এড়াতে আগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শহর শিলিগুড়ি। ফলে উত্তর-পূর্ব ভারতে শিলিগুড়ি স্টেশনের গুরুত্ব অনেকটাই বেশি। (শিলিগুড়ি Siliguri) স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। স্টেশনের উন্নতিকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেই কাজের জন্য সাময়িকভাবে যাত্রীদের কিছুটা বিপাকে পড়তে হচ্ছে।

শিলিগুড়ি জং. স্টেশনে ইয়ার্ড রিমডেলিং করার জন্য  প্রি নন-ইন্টারলকিং কাজ চলবে ২৫ থেকে ২৭ এপ্রিল, ২০২৩ পর্যন্ত। নন-ইন্টারলকিং কাজ চলবে ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ পর্যন্ত। প্রয়োজন অনুযায়ী এই রুটে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও কিছু ট্রেনের (Train Services) যাত্রা পথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল হয়ে যাওয়া ট্রেন: ২৭ থেকে ২৯ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত ০৭৫২০ নং. (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু স্পেশাল এবং ২৮ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত ০৭৫১৯ নং. (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে বাতিল থাকবে ০৭৫২৫/০৭৫২৬ নং. (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল, ০৭৫১৩/০৭৫১৪ নং. (শিলিগুড়ি জং.-বামনহাট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল এবং ০৭৫২১ নং. (শিলিগুড়ি জং.-হলদিবাড়ি) ডেমু স্পেশাল । ২৯ ও ৩০ এপ্রিল, ২০২৩ এ বাতিল থাকবে ০৭৫২২ নং. (হলদিবাড়ি-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন।

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ:  ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে বাগডোগরা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ০৭৫০৮ নং. (শিলিগুড়ি জং.-রাধিকাপুর) ডেমু স্পেশাল ও ০৭৫৪৪ নং. (শিলিগুড়ি জং.-কাটিহার) ডেমু স্পেশাল। ০৭৫০৭ নং. (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ও ০৭৫৪৩ নং. (কাটিহার-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করবে। ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করবে ১৫৭১৯ নং. (কাটিহার-শিলিগুড়ি) ইন্টারসিটি এক্সপ্রেস।

Trains Cancelled 2

যাত্রাপথ পরিবর্তন: ২৮ এপ্রিল, ২০২৩ এ আলুয়াবাড়ি রোড-ডামডাঙ্গি হয়ে পথ পরিবর্তন করে যাত্রা করবে ১৩২৪৬ নং. (রাজেন্দ্র নগর-নিউ জলপাইগুড়ি) ক্যাপিটাল এক্সপ্রেস। আইআরসিটিসি ওয়েবসাইটে এই ট্রেনের স্টপেজ সংক্রান্ত বিষয়ে বিশদ বিবরণ পাওয়া যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর