শিয়ালদা শাখায় বন্ধ বহু লোকাল! বিপদে পড়ার আগেই দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ট্রেন লাইনের কাজ, দেরীতে ট্রেন চলাচল কিংবা ট্রেন বাতিলের জেরে বহুক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় আমজনতাকে। আবারও অসুবিধার মুখোমুখি হতে চলেছেন নিত্যযাত্রীরা। এই সপ্তাহের শনি ও রবিবার শিয়ালদা (Sealdah) শাখায় একাধিক ট্রেন বাতিলের জেরে সাধারণ মানুষের যে দুর্ভোগ বাড়বে একথা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, দমদম স্টেশনে লাইন মেরামতির জন্য ওই দুদিন গড়াবে না শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকালের চাকা। শনিবার রাত সাড়ে ৯টা থেকে লাইন মেরামতির কাজ চলবে। রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।

শনিবার কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদা থেকে বাতিল: 33857,33861,32247
বনগাঁ থেকে বাতিল: 33854, 33858
ডানকুনি থেকে বাতিল: 32250

রবিবার কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদা থেকে বাতিল: 33815, 33819, 33821,33651, 33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431
বনগাঁ থেকে বাতিল: 33816, 33820, 33822
হাবরা থেকে বাতিল: 33652, 33654
হাসনাবাদ থেকে বাতিল: 33512, 33516
ডানকুনি থেকে বাতিল: 32214, 32218, 32222
দত্তপুকুর থেকে বাতিল: 33612, 33616
বারাসাত থেকে বাতিল: 33432

Local Trains Cancelled

অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ১৬ জুলাই 33357 বারাসাত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটের পরিবর্তে বারাসাত থেকে ৮টা ১০ মিনিটে ছাড়বে। যদিও, সপ্তাহের শেষ দুদিনে বহু লোকালেই নিত্যযাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকে, তবুও করলেন বাতিল ও দেরীতে চলার কারণে লোকাল ট্রেনের যাত্রীদের বহু সমস্যার মুখেই পড়তে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর