পরপর চারদিন চলবে না শিয়ালদা-বনগাঁ শাখার বহু ট্রেন! বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : মেরামতির কাজের জন্য ফের একবার ট্রেন বাতিলের ঘোষণা করা হল। শুক্রবার থেকে মেরামতির কাজের জন্য শিয়ালদা-বনগাঁ শাখায় চার দিনের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। অফিস টাইমে যাত্রীরা স্বীকার চূড়ান্ত ভোগান্তির। এমনিতেই এই রুটে সব সময় ভিড় লেগেই থাকে। তার ওপরে ট্রেন বাতিল হওয়ার ফলে রীতিমতো বাদুর ঝোলা অবস্থায় যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। বনগাঁ শাখার পাশাপাশি অন্যান্য মেইন শাখাতেও মেরামতির কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

সূত্রের খবর, মেরামতির কাজ করা হবে দত্তপুকুরে। এই কারণে শিয়ালদা-বনগাঁ শাখার বহু ট্রেন বাতিল করা হচ্ছে। বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে শুক্রবার থেকেই। বাতিল ট্রেনের সংখ্যা বাড়বে শনিবার। কিন্তু অনেক অফিস শনিবার খোলা থাকে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

free wifi train

কবে কোন ট্রেন বাতিল:

শুক্রবার: ৩৩৮৬৪ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল, ৩৩৮৫৮ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল

শনিবার: ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল, আপ শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩), ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১২, ৩৩৮৫৩, ৩৩৮১৮), ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল, ৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল

রবিবার: আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮৬৩), ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২, ৩৩৮৫৮), ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল, ৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল

সোমবার: আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৫, ৩৩৮১৩), ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮১২, ৩৩৮২২, ৩৩১৮), ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা, ৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর