ফের হিংসা ছড়াল JNU বিশ্ববিদ্যালয়ে, ABVP আর বাম ছাত্রসংগঠনের সংঘর্ষে আহত বহু

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফের দুই ছাত্র সংগঠনের (Students Union) মধ্যে সংঘর্ষের জেরে উত্তাল পরিস্থিতি জেএনইউ (JNU) চত্ত্বরে। সংঘর্ষ বেঁধে যায় এবিভিপি (ABVP) ও বাম সমর্থিত আইসা-র (AISA) সঙ্গে। ঘটনার জেরে অভিযোগ দায়ের করা হয় দিল্লীর (Delhi) বসন্তকুঞ্জ থানায়।

অভিযোগ উঠেছে, রবিবার এবিভিপির সদস্যদের বৈঠকের মাঝে হামলা করে আইসার সদস্যরা। আইসা এবং এসএফআই-এর সদস্যরা তাঁদের মহিলা সদস্যদের উপরও হামলা করে অভিযোগ করেছে এবিভিপি। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন। জানা গিয়েছে এই ঘটনায়, প্রায় ১২ জন আহত হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালেও ভর্তি করা হয়।

এই সংঘর্ষের পরবর্তীতে জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি তথা এসএফআই (SFI) নেত্রী ঐশী ঘোষ ট্যুইটে কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘প্রথম আক্রমণ এবিভিপিরাই করেছিল। আর বর্তমান সময়ে এই সংঘর্ষের বিষয়ে কেন মুখে কুলুপ এঁটে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?’

ঘটনার পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে দিল্লীর বসন্তকুঞ্জ থানায় নিজেদের অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, এখনও অবধি কারো নামে এফআইআর দায়ের করা না হলেও, এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই বিষয়ে ডিসিপি দক্ষিণ-পশ্চিম গৌরব শর্মা জানিয়েছেন, ‘রবিবার বসন্ত কুঞ্জ উত্তর থানায় ঝগড়া এবং শ্লোগান দেওয়ার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে সেখানে কোন ঝামেলা হয়নি। খোঁজ নিয়ে দেখা যায়, ছাত্র ইউনিয়ন হলে সভা করা নিয়ে দুই পক্ষের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়’।

সম্পর্কিত খবর

X