বাংলা হান্ট ডেস্ক: মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছত্তীসগড়ের রাজনন্দগাঁওতে, গোলাগুলিতে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল ৭ মাওবাদী। ৩ মহিলাও রয়েছে এদের মধ্যে।
শনিবার সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও মাওবাদীদের মধ্যে গোলাগুলির বর্ষন শুরু হয় ছত্তীসগড়ের সীতাগড়। বাগনাড়ি থানায় আগে থেকেই খবর ছিল এলাকায় এক জোট হয়েছে মাওবাদীরা। সেই মতই প্ল্যানমাফিক অপারেশন চালায় ডিআরজি।
নিহত মাওবাদীদের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল, কারবাইন ও প্রচুর গুলি উদ্ধার করা হয়েছে। একনাগাড়ে চলতে থাকা মুষলধারে বৃষ্টির মধ্যেও চলে সেই গোলা গুলির লড়াই। পুলিস জানায়, এদিন সকাল ৬টা নাগাদ ৩০-৪০ জন মাওবাদীদের একটি দল জোট বেঁধে এসেছিল এলাকায়। এবং সেই কারণেই পুলিশ জানাচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।