‘সোমনাথ মন্দিরে মহিলারা নিঁখোজ হয়ে যেতেন, তাই মামুদ ধ্বংস করেছিলেন’, দাবি মওলানার

বাংলা হান্ট ডেস্ক : সংবাদের শিরোনামে মাঝেমধ্যেই উঠে আসেন তিনি। তাঁর বিতর্কিত বয়ান শোরগোল ফেলে দেয় গোটা দেশে। তিনি সারা ভারত ইমাম সংগঠনের প্রেসিডেন্ট মওলানা সাজিদ রশিদি (Sajid Rashidi)। তিনি কখনও বলেন, ১০০ বছরের মধ্যেই মুসলিম রাষ্ট্র হবে, কখনও বা বলে বসেন রাম মন্দির ভেঙে আবারও বাবরি মসজিদ তৈরি হবে। এবার তিনি মন্তব্য করলেন হিন্দুদের পবিত্র মন্দির সোমনাথকে (Somnath Temple) নিয়ে।

এদিন মওলানা সাজিদ রশিদি বলেন, ‘সোমনাথ মন্দিরকে আক্রমণ নীতিগত ছিল। এবং তিনি এর মধ্যে কোনও অন্যায় দেখতে পাননি বলেই দাবি করেন। এই মন্তব্যের কারণ তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সোমনাথ মন্দিরে অনেক অনৈতিক কাজকর্ম হতো। মহিলা ওখানে গিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন। তাই সোমনাথ মন্দিরকে আক্রমণ করে সেই অন্যায় কাজকেই থামানো সম্ভব হয়েছে।’

sajid

তবে এই প্রথম নয়, এর আগে, মওলানা সাজিদ রশিদি বলেছিলেন, ‘আজ মুসলমান সমাজ চুপ আছে। আমাদের পরবর্তী প্রজন্ম চুপ থাকবে না। ৫০ থেকে ১০০ বছর পর ইতিহাস তাদের সামনে আসবে। তারা জানবে তাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। হতে পারে সেই সময় কোনও মুসলিম শাসক থাকবে, বা কোনও মুসলিম বিচারপতি অথবা কোনও মুসলিম শাসনও চলতে পারে ভারতে। তাহলে তখন কি এই ইতিহাসের উপর নির্ভর করে মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে না? অবশ্যই হবে।’

মওলানা এদিন আরও বলেন, ‘ইতিহাসে লেখা থাকবে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা হয়। দেশের প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মন্দিরের শিলান্যাস করে আসেন। যা সম্পূর্ণ সংবিধান বিরোধী।’ রশিদির এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে। অবশ্য বিভিন্ন মহল থেকে এই মন্তব্যকে মওলানার ব্যক্তিগত অভিমত বলে বিষয়টিকে হালকা করা চেষ্টা অবশ্যই হয়। তবে মুসলিম বুদ্ধিজীবী সমাজের কাউকেই এই মন্তব্যের বিরোধিতা করে দেখা যায়নি। সেই সাজিদ রশিদি এবার সোমনাথ মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর