বাড়ি আর ফেরা হল না, ভয়াবহ বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত‍্যু জনপ্রিয় অভিনেত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মৃত‍্যুমিছিল শুরু হয়েছে মুম্বই ইন্ডাস্ট্রিতে। প্রয়াত আরো এক অভিনেত্রী (Actress)। শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Bike Accident) মৃত‍্যু হল মরাঠি টেলিভিশন অভিনেত্রী কল‍্যাণী কুরালে যাদবের (Kalyani Kurale Jadhav)। এক ট্রাক্টর এসে ধাক্কা মারে তাঁর বাইকে। মাত্র ৩২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন কল‍্যাণী।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ। কোলাপুর শহর থেকে প্রায় ২০ কিমি দূরে হালোন্দি গ্রামের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। কোলাপুরের রাজারামপুর এলাকার বাসিন্দা কল‍্যাণী। হালোন্দি গ্রামে সম্প্রতি একটি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। পুলিস সূত্রে খবর, রেস্তোরাঁটি বন্ধ করে বাড়ি ফিরছিলেন কল‍্যাণী। তখনি ঘটে দুর্ঘটনা।


অভিনেত্রীর বাইকে এসে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ছিটকে পড়েন কল‍্যাণী। গুরুতর আহত হয়ে মৃত‍্যু হয় তাঁর। ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে শিরোলি পুলিস স্টেশনে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, মরাঠি বিনোদন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ ছিলেন কল‍্যাণী কুরালে যাদব। একাধিক সিরিয়ালে অভিনয়ের সূত্রে নিজের ভালোই পরিচিতি বানিয়ে ফেলেছিলেন তিনি। তুঝ‍্যত জীব রঙ্গালা এবং দক্ষাঞ্চা রাজা জ‍্যোতিবার মতো সিরিয়ালে দেখা গিয়েছে কল‍্যাণীকে। তাঁর অকাল মৃত‍্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে।

দুদিন আগেই অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর মৃত‍্যুর খব‍র এসেছিল। শরীরচর্চা করতে করতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারিয়ে পড়ে যান মাটিতে। জিমে উপস্থিত অন‍্যরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যান কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। ৪৫ মিনিট ধরে চিকিৎসকরা তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু সবার সব চেষ্টা ব‍্যর্থ করে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সিদ্ধান্ত।

X