মার্চেই ফের বাড়বে DA, বাড়তি কত টাকা পকেটে আসবে? দেখুন হিসেব

বাংলা হান্ট ডেস্কঃ সুখবর। ফের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার (Central Government) শীঘ্রই তার কর্মীদের ৪ শতাংশ ডিএ (DA) বাড়াতে পারে বলে জানা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে মার্চ মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে- জানুয়ারি এবং জুলাইয়ে। জানুয়ারির বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়। উপভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে DA গণনা করা হয়। সামনেই লোকসভা নির্বাচন তাই এবার এই ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

   

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ফের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বিভিন্ন সূত্রে খবর, ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হতে পারে। এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কত বাড়তে পারে? চলুন জেনে নেওয়া যাক।

২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক AICPI সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ডিএ এর ৫০ শতাংশ পাবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে ২০২৩ সালে ডিসেম্বরের যে আইসিপি প্রকাশ করা হয়েছে, তা ০.৩ শতাংশ কমে ১৩৮৮% হয়েছে। আর নভেম্বরের তুলনায় তা ০.২২ শতাংশ কমেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরের নিরিখে ২০২৩ সালের ডিসেম্বরে সর্বভারতীয় মূল্যসূচক ০.১৫ শতাংশ কমেছে।

গত বছর অক্টোবর মাসেই ৪% ডিএ (DA)বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। পুজোর সময় তা বেড়ে হয়েছে ৪৬%। বর্তমানে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মূল বেতনের ৪৬ শতাংশ ডিএ প্রদান করছে। বিশেষজ্ঞ মহলের মতে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে।

da hikee

আরও পড়ুন: ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়: আবহাওয়ার খবর

মার্চে DA বাড়লে বেতন কত বাড়বে? একাধিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, একজন কর্মচারীর মূল বেতন যদি ৫৩৫০০ টাকা হয়, তাহলে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলে তার পরিমাণ হবে ২৪৬১০ টাকা। এবার ডিএ ৫০ শতাংশে বাড়লে, প্রতি মাসে তিনি ২১৪০ টাকা লাভ পাবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর