স্কুলে ছিলেন সহপাঠী, আজ বড় শত্রু! ১২ বছর পর মুখোমুখি ছেলে বেলার বন্ধু স্টয়নিস-মিচেল

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশের মহাযুদ্ধ একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে, রবিবার আর কিছুক্ষণের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু আজকের এই লড়াইয়ে মাঠে যে দুই শত্রু শিবিরে দেখা করবে তাই নয়, বরং বহুদিন বাদে ফের একবার দেখা হবে দুই বন্ধুর। যারা 12 বছর আগে একইসঙ্গে খেলেছেন স্কুল ক্রিকেট, দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জিতিয়েছেন নিজেদের দলকে, আজ তাদেরই দেখা হবে সম্মুখ সমরে।

এই দুই বন্ধুর একজন হলেন মার্কাস স্টয়নিস এবং অন্যজন হলেন ড্যারেল মিচেল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুজনেই, একদিকে যেমন সেমিতে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল গুরুত্বপূর্ণ অর্ধশত রানের ইনিংস খেলেছেন, তেমনি অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে 41 রানের অসাধারণ ইনিংস খেলেছেন স্টয়নিসও। তবে হয়তো আপনি ভাবতেও পারবেন না একসময় তারা দুজনেই ছিলেন একই স্কুলের ছাত্র ছিলেন।images 2021 11 14T141135.079

ঘটনাটা 12 বছর আগের, স্টয়নিস এবং মিচেল দুজনেই পড়তেন একই স্কুলে। শুধু তাই নয় দীর্ঘ পাঁচ বছর ধরে একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তারা। স্কারবরোর হয়ে 2009 সালে ফার্স্ট গ্রেড প্রিমিয়ারশিপও জিতেছিলেন ড্যারেল মিচেল এবং মার্কাস স্টয়নিস। একদিকে যেমন সেমিফাইনালে 189 রানের ইনিংস খেলেছিলেন স্টয়নিস, তেমনি অন্যদিকে ফাইনালে 26 রানে 4 উইকেট তুলে নিয়েছিলেন মিচেল।

 

IMG 20211111 231918

তারপর অবশ্য চলে আসে বিচ্ছেদের সময়, একদিকে যেমন পার্থ ছেড়ে মেলবোর্নে চলে আসেন মার্কাস স্টয়নিস এবং প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার জন্য যোগদান করেন ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবে। তেমনি অন্যদিকে 2011 সালে দেশ ছাড়েন মিচেল, ক্রিকেটকে ভবিষ্যৎ করতে নিউজিল্যান্ডে পাড়ি দেন তিনি। আজ 12 বছর পর ফের একসঙ্গে ফাইনালে নামবেন এই দুই বন্ধু। যদিও আজ তারা একে অপরের প্রতিপক্ষ।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর