‘এটা ইগো দেখানোর সময় নয়’, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলকে বার্তা মার্গারেট আলভার

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) ফল ঘোষণার পর দেশের সর্বপ্রথম নাগরিক হিসেবে জয়লাভ করেন বিজেপি (BJP) পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের এই পরাজয়কে বেশ প্রাসঙ্গিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এর মাঝেই আবার অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি ভোট, যা নিয়ে ইতিমধ্যে চড়তে আরম্ভ করেছে রাজনৈতিক পারদ। এক্ষেত্রে বিজেপি প্রার্থীর পাশাপাশি বিরোধী শিবিরের পদপ্রার্থীকেও সমর্থন না জানানোর কথা গতকাল ঘোষণা করে তৃণমূল (Trinamool Congress) শিবির আর এবার সেই প্রসঙ্গকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরকে কড়া বার্তা দিলেন বিরোধীদের পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই উপরাষ্ট্রপতি ভোটে বিজেপি প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে প্রাক্তন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার নাম ঘোষণা করে বিরোধী শিবির। এরপরেই গতকাল বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব এবং শেষে সাংবাদিক সম্মেলনে এসে দলের সিদ্ধান্তের কথা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আসন্ন উপরাষ্ট্রপতি ভোটে জগদীপ ধনকড়কে আমরা সমর্থন করব না। তবে অপরদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে যেভাবে আমাদের উপেক্ষা করে প্রার্থী ঠিক করা হয়েছে, ফলে তাদেরকেও সমর্থন জানাচ্ছি না। তাই আমরা ভোট দান থেকে বিরত থাকবো।” একই সঙ্গে তৃণমূল নেতা বলেন, “তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধীদের পদপ্রার্থী স্থির করা হয়েছে। এক্ষেত্রে বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। ফলে প্রার্থী স্থির করার সম্পূর্ণ প্রক্রিয়া আমাদের পছন্দ হয়নি, তাই আমরা ভোট দান করব না।” আর এরপরেই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে এদিন টুইট করলেন মার্গারেট আলভা।

তিনি লেখেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব হতাশাজনক। এটি ইগো কিংবা রাগ দেখানোর সঠিক সময় নয়। সাহস এবং ঐক্য দেখানোর সময় এসেছে। সাহসের প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের পাশে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস।”

উল্লেখ্য, অতীত সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত দিক থেকে ভালো সম্পর্ক রয়েছে মার্গারেট আলভার। তবে এক্ষেত্রে বিরোধী শিবিরের পদপ্রার্থীকে সমর্থন না জানানো বেশ হতাশাজনক বলেই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি তৃণমূলের উদ্দেশ্যে প্রাক্তন কংগ্রেস নেত্রী কড়া বার্তা দিলেন বলেই মত বিশেষজ্ঞদের। ফলে তাঁর বার্তা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের মনোভাব পরিবর্তন করতে সক্ষম হয় কিনা, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর