বীরভূম বিস্ফোরণে মৃত্যু TMC পঞ্চায়েত প্রধানের ভাইয়ের, অভিযোগ ছিল বাইকে করে বোমা পাচারের

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রতহীন বীরভূমে ফের বোমা বিস্ফোরণ। এবার মাড়গ্রামে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। গতকালই নিউটন শেখ নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর জখম ছিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ। SSKM-এ চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম লাল্টুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তিনি বেরিয়া যাওয়ার পরেই লাল্টুর মৃত্যু হয়। খবর জানাজানি হতেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল সূত্রের খবর, লাল্টুর বুকে, পিঠে ও মাথায় গুরুতর আঘাত ছিল। অনেকটা রক্তও বেড়িয়েছিল। হাসপাতালে তিনবার হার্টঅ্যাটাকও হয় তাঁর। শেষে দুপুর দেড়টা নাগাদ তাঁর মৃত্যু ঘটে।

উল্লেখ্য, শনিবার রাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু ও নিউটন বাইকে করে যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে যে, তাঁরা নাকি বোমা পাচার করছিলেন। এরপর সেই বোমা ফেটে যাওয়ায় নিউটনের মৃত্যু হয়। জখম লাল্টুকে প্রথমে মাড়্গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতার অ্যাপেলো এবং পরে SSKM-এ নিয়ে যাওয়া হয়। লাল্টুর অবস্থা আশঙ্কাজনকই ছিল, আর এবার তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

এর আগে শুক্রবার বাসন্তীতেও বোমা বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এছাড়াও দুজন আহত হন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোমা পাওয়ার ঘটনায় তুমুলে রাজনৈতিক তরজা।

উল্লেখ্য, দু’দিন আগে কেষ্টহীন বীরভূমের সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেষ্ট বিরোধী নেতা কাজল শেখকে বীরভূমের দায়িত্ব তুলে দেন। এর আগে বীরভূমের বগটুই হত্যাকাণ্ড নিয়ে অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। যদিও সেই মামলা এখনো বিচারাধীন। আর এরই মধ্যে বীরভূমে ফের বিস্ফোরণ ও দুজনার মৃত্যু নতুন করে অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূলকে।


Koushik Dutta

সম্পর্কিত খবর