ভারতের অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের ফায়দা তুলতে মরিয়া প্রোটিয়া কোচ ল্যান্স ক্লুজনার।

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ধর্মশালায় আজ থেকে শুরু হচ্ছে ভারত -দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের দৌরত্ব। তবে এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ বোলিং অ্যাটাক থাকছে না, অর্থাৎ যাশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি এবং ভুবেনেশ্বর কুমারকে ছাড়াই এই ম্যাচে নামতে চলেছে কোহলির টিম ইন্ডিয়া। আর ভারতের এই অনভিজ্ঞ বোলিংয়ের ফায়দা তুলতে মরিয়া প্রোটিয়া ব্যাটিং কোচ। ভারত বিশ্বমানের বোলিং অ্যাটাকের বদলে এই ম্যাচে ভারতের বোলিং অ্যাটাক সামলাবেন দীপক চাহার, খালিল আহমেদ এবং নভদীপ সাইনি।

প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার এবং বর্তমান সাউথ আফ্রিকা দলের কোচ ল্যান্স ক্লুজনার এই দিন জানান যে তার দলের ব্যাটসম্যানরা খুব সহজেই ভারতের এই অনভিজ্ঞ বোলিং জুটিকে চাপে ফেলে দেবে। আর সেই ফায়দা তুলতে মরিয়া পুরো সাউথ আফ্রিকা দল।

2773f9p south africa

দক্ষিণ আফ্রিকার বর্তমান ব্যাটিং কোচ জানিয়েছেন যে বিশ্বকাপে ভারতের যে বোলিং অ্যাটাক দেখেছে পুরো বিশ্ব সেই পেস বোলিং অ্যাটাকের কাছে এখনকার ভারতীয় বোলিং অ্যাটাক খুবই অনভিজ্ঞ। আর এই সুযোগটাই নিতে মরিয়া আমরা। এছাড়া তাকে প্রশ্ন করা হয়েছে তাহলে কি ভারতের এই বোলিংকে আপনি দুর্বল ভাবছেন? সে ব্যাপারে তিনি জানান যে কখনোই না ভারতের মতো এত বড় দলের হয়ে যে বোলারই বল করুক না কেন সে নিশ্চয়ই ভালো বোলারই হবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা কঠোর পরিশ্রম করে চলেছি যে ভারতের এই অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের দুর্বলতা খুঁজে বের করে ফায়দা তোলার।

সেই সাথে এদিন প্রোটিয়া কোচ ল্যান্স ক্লুজনার সাংবাদিক সম্মেলনে এসে দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিশেষ করে অলরাউন্ডার তেম্বা বাভুমা এর প্রশংসা করেন। তিনি বলেন যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে তেম্বা বাভুমা। কিছুদিন আগেই টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরি করেছেন বাভুমা তাই তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত সাউথ আফ্রিকা দলের ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার।


Udayan Biswas

সম্পর্কিত খবর